কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০২৩

436
0
Current Affairs 30th May

আন্তর্জাতিক
  • চিনে এই প্রথম কোন অসামরিক ব্যক্তি মহাকাশ অভিযানে শামিল হলেন তার নাম গুই হাইজাও। তিনি বেজিংয়ের অ্যারোনোটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ অধ্যাপক। প্রসঙ্গত ২০১১ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছিল চিনকে। তারপর তারা নিজেরাই তৈরি করেছে একটি পৃথক মহাকাশ কেন্দ্র।তার নাম তিয়াঙ্গং স্পেস সেন্টার। সেখানে এতদিন পর্যন্ত যেসব মহাকাশচারী গিয়েছেন তাঁরা সকলেই চিনের সেনা পিপলস লিবারেশন আর্মির সদস্য।
  • দাবানল ছড়িয়ে পড়েছে কানাডার বিস্তীর্ণ অংশে। কানাডার নোভা স্কোশিয়া প্রদেশের সবথেকে বড় শহর হ্যালিফক্স -এর খুব কাছে এই দাবানলের ঘটনা ঘটেছে। সেখানে ২৫ হাজার একর বনাঞ্চল জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। এজন্য ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে ১৬,৪০০ জন মানুষকে। অন্তত ২০০ বাড়ি ভস্মীভূত।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে খুন হয়ে গেলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ছাত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এই ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম জুড চাকো। তার বয়স ২১ বছর। তার জন্ম মার্কিন মুলুকেই। প্রায় ৩ দশক আগে তার মাতা পিতা কেরালা থেকে ফিলাডেলফিয়া গিয়ে ঘর বেঁধেছিলেন। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় কোন ভারতীয় বংশদ্ভূত ছাত্র খুন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। জুড চাকোকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় আততায়ী।
জাতীয়
  • আগামী এক বছরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে মোট ১ লক্ষ ২৫ হাজার চাকরির প্রতিশ্রুতি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে প্রাথমিক শিক্ষক পদে ১১ হাজার, উচ্চ প্রাথমিক শিক্ষক পদে ১৪০০০, বিভিন্ন কলেজে অধ্যাপক পদে ২২০০ জন, পুলিশে ২০ হাজার জন, চিকিৎসক ২০০০ জন, গ্রুপ ডি পদে ১২ হাজার ও গ্রুপ সি পদে ৩০০০ জন প্রার্থীকে নেওয়া হবে।
খেলা
  • ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের করা খেলোয়ারদের বিশ্ব রাঙ্কিং য়ে অষ্টম স্থানে উঠে এলেন ভারতের এইচএস প্রণয়। পুরুষদের সিঙ্গেলসে ভারতীয়দের মধ্যে প্রণয়ের পরই রয়েছেন লক্ষ্য সেন। তাঁর ক্রম ২৩। মেয়েদের মধ্যে নিজের ১৩ তম স্থান ধরে রেখেছেন পি ভি সিন্ধু।
  • ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডেই অঘটন ঘটালেন ব্রাজিলের ২৩ বছরের থিয়েগো ওয়াইল্ড। তিনি পাঁচ সেটের ম্যাচে হারিয়ে দিলেন বিশ্বের দ্বিতীয় রাঙ্কিংয়ে থাকা দিমিত্রি মেদভেবেভকে।
  • দেশের বক্সিং সংস্থার সভাপতি তথা সংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে চলেছেন দেশের খ্যাতনামা বক্সাররা। এদিন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা তাঁদের আন্তর্জাতিক পদক হরিদ্বারে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন শেষ পর্যন্ত কৃষক নেতা নরেশ টিকাদারের অনুরোধে তারা সরকারকে পাঁচ দিনের সময়সূচি বেঁধে দিয়েছেন।
বিবিধ
  • একটি নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরের কোন গ্রহকে বলা হয় এক্সোপ্ল্যানেট । এই গ্রহটি বৃহস্পতির থেকে অন্তত ১৩ গুন বড়। পৃথিবী থেকে তার দূরত্ব ৭৩১ আলোকবর্ষ। আমেদাবাদের ‘ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’ তে কর্মরত বিজ্ঞানীরা এই নতুন গ্রহটির খোঁজ পেয়েছেন। সেটি চিহ্নিত করা হয়েছে টিওআই ৪৬০৩ বি নামে। এই একশ প্ল্যানেটটির বৈশিষ্ট্য যে তার ভার ১৪ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। প্রসঙ্গত এখনো পর্যন্ত প্রায় ৫০০০ এক্সোপ্ল্যানেটের খোঁজ পাওয়া গেছে। Current Affairs 30th May

২৯ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন