কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জুলাই ২০২৪

150
0
Current Affairs 31st July

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে সক্রিয় হামাস জঙ্গিগোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়াকে খুন করা হয়েছে। ইরানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কঠোর নিরাপত্তার মধ্যে তিনি তেহরানে গিয়েছিলেন। সেখানেই হানিয়াকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ইরান অভিযোগের আঙুল তুলেছে ইজরায়েলের দিকে। এই ঘটনার জন্য ইজরায়েলকে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইজরায়েলের সঙ্গে হামাসের সাম্প্রতিক যুদ্ধে যে দুটি দেশ মধ্যস্থতা করছে সেই কাতার এবং মিশরও এই ঘটনার কড়া নিন্দা করেছে।
  • বাংলাদেশে ছাত্র বিক্ষোভের নিহতদের স্মরণে ‘মার্চ ফর জাস্টিস’ এর ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। এদিন এই পদযাত্রা ঘিরে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসেছে। অন্যদিকে বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, সামনের রবিবার থেকে সেখানকার স্কুলগুলি খুলে দেওয়া হবে।
জাতীয়
  • বিরলের ওয়েনারে ভূমিধসে মৃতের সংখ্যা বের হয়েছে ২৭০। এখনো কয়েকশো মানুষ নিখোঁজ। পশ্চিমঘাট পর্বতের ঢালে অবস্থিত কাবিনি নদীর পাশে বেশ কয়েকটি গ্রাম আর যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেনাবাহিনী  এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা দিনরাত এক করে উদ্ধার কার্য চালাচ্ছেন।
খেলা
  • প্যারিস অলিম্পিকে ৮ সোনা, ১০ রুপো, ৮ ব্রোঞ্জ নিয়ে পদকতালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। চিন এবং জাপানও আটটি করে সোনা পেয়েছে তবে অন্য পদকের হিসেবে তারা পিছিয়ে আছে।
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এবং কোচ অংশুমান গায়কোয়াড় (৭১) প্রয়াত হলেন। জাতীয় নির্বাচক এবং বরোদা ক্রিকেট সংস্থার প্রধানের পদ সামলে ছিলেন তিনি। তিনি রক্তের ক্যান্সার রোগে ভুগছিলেন। ১৯৭৪ সাল থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন চল্লিশটি টেস্ট। দুটি শতরানসহ ১৯৮৫ রান করেছেন, একটি দ্বিশতরান ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ১৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছিলেন ২৬৯ রান। ২০৬ টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৪ টি শতরানসহ ১২১৩৬ রান ছিল তাঁর।
  • ডুরান্ড কাপের ম্যাচে বেঙ্গালুরু এফসি ৪-০ গোলে হারিয়ে দিল ভারতীয় নৌসেনাকে। অন্য ম্যাচে ভারতীয় সেনা ১-০ গোলে হারিয়ে দিল চেন্নাইয়ান এফসিকে।
বিবিধ
  • ইউপিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রীতি সুদান। তিনি প্রাক্তন স্বাস্থ্য সচিব। তিনি ১৯৮৩ ব্যাচের অন্ধপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। মনোজ সোনি পদত্যাগ করার ফলে এই পদটি শূন্য হয়েছিল।