কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মার্চ ২০২৪

schedule
2024-04-02 | 06:34h
update
2024-04-02 | 06:34h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইজরায়েলের রাজধানী তেল আবিব এবং জেরুজালেমসহ বিভিন্ন শহরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অসংখ্য মানুষ। প্রসঙ্গত, পাঁচ মাস ধরে হামাস গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে ইজরায়েলে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। এখনো পর্যন্ত ১৩০ জন হামাসের হাতে বন্দি। এই পরিস্থিতির পরিবর্তন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে এইসব বিক্ষোভ মিছিলে।
  • সিরিয়ায় বাজারের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হল। আলেপ্পো প্রদেশের আজাজ শহরে এই ঘটনা ঘটেছে। এই এলাকাটি দীর্ঘদিন ধরেই জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে। কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হয় সেখানকার রাষ্ট্রপতি বাসার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ। পরবর্তীকালে তা গৃহযুদ্ধে পরিণত হয়েছে। এক দশকের গৃহযুদ্ধে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষাধিক মানুষের। বর্তমানে সিরিয়ায় প্রশাসন বলে কার্যত কিছু নেই।
জাতীয়
  • ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, লালকৃষ্ণ আদবানীর বয়স এখন ৯৬ বছর।
  • উত্তরবঙ্গে টর্নেডোর হানায় প্রাণ হারালেন অন্তত চার ব্যক্তি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে এই ঝড় চলে। যখন হয়েছেন শতাধিক ব্যক্তি।
  • বাংলাদেশের আবেদনে সারা দিয়ে ঈদের আগে পাঁচ হাজার টন পেঁয়াজ রপ্তানি শুরু করল ভারত। এদিন একটি মালগাড়িতে ১৬৫০ টন পেঁয়াজ ভারত থেকে পৌঁছল বাংলাদেশে।
  • কম্বোডিয়া থেকে ২৫০ জন ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র। প্রসঙ্গত, ভারত থেকে অন্তত ৫০০০ জন নাগরিককে কম্বোডিয়ায় ভালো চাকরির টোপ দিয়ে নিয়ে গিয়ে ভারতীয় নাগরিকদের উপরেই সাইবার প্রতারণা চালানো হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। এভাবে ৫০০ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
  • উত্তরপ্রদেশে কারাবন্দি গ্যাংস্টার মুখতার আনসারির ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পাঁচ জন চিকিৎসক এই ময়না তদন্ত করেছেন। প্রসঙ্গত, আনসারির পরিবার থেকে দাবি করা হয়, কারাগারে বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়েছে।
Advertisement

খেলা
  • হকি ইন্ডিয়া প্রদত্ত বছরের শ্রেষ্ঠ পুরুষ হকি খেলোয়াড়ের সম্মান পেলেন হার্দিক সিং। বছরের সেরা মহিলা হকি খেলোয়াড়ের সম্মান পেলেন সালিমা টেটে।
  • আইএসএল প্রতিযোগিতায় চেন্নাইয়িন এফসি দলের কাছে ২-৩ গোলে হেরে গেল মোহনবাগান। ৮ ম্যাচ পরে তারা পরাজয়ের স্বাদ পেল। ফলে লিগ টেবিলে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে তাদের স্থান এখন দ্বিতীয়, অন্যদিকে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে মুম্বই এফসি।
  • সৌদি প্রো লিগে আপাতত সর্বোচ্চ গোলদাতা হিসেবে উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের দল আল- নাসেরের হয়ে এদিন হ্যাটট্রিক করলেন তিনি। আল নাসেরের হয়ে এটি রোনাল্ডোর দ্বিতীয় হ্যাটট্রিক।
  • মাত্র একটি সিরিজে পরাজয়ের পরেই পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের দুটি ফরম্যাটের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল শাহীন শাহ আফ্রিদিকে। টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক করা হলো বাবর আজমকে। বাবর আজমকে ২০২৩ সালে অধিনায়ক পথ থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের নাম সান মাসুদ।
বিবিধ
  • দেশের প্রথম শিক্ষা পর্ষদ হিসাবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট চারটি সেমিস্টার চালুর পথ নিয়েছে। এদিন কাউন্সিল সূত্রে জানানো হয়েছে প্রতিটি সেমিস্টারেই পাস করতে হবে পরীক্ষার্থীদের। ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলির ক্ষেত্রে প্রতিটি বিষয়ের পূর্ণমান হবে ৩৫, অপর বিষয়ে গুলির ক্ষেত্রে তা হবে ৪০।
  • ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মন্দিরের প্যারা, অসমের বিহু ঢোল, পাতার তৈরি ঝাঁপি টুপি, অসমেরই  সর্তেবাড়ির কাঁসার বাসন পানি মটকা প্রভৃতি সামগ্রী কেন্দ্রীয় সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 00:17:07
Privacy-Data & cookie usage: