কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মে ২০২৩

264
0
Current Affairs 31st May

আন্তর্জাতিক
  • ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল ওরফে প্রচন্ড। সাধারণত নেপালে কোন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি প্রথম বিদেশ সফরে ভারতেই যান। প্রচন্ডের ক্ষেত্রেও তার অন্যথা হলো না। প্রচন্ড এই নিয়ে তৃতীয়বার নেপালের প্রধানমন্ত্রী পদে বসেছেন। এই সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদীর দ্রৌপদী মুর্মুর বৈঠক হবে তাঁর। প্রচন্ড এই সফরে ইন্দোর ও উজ্জয়িনীতেও যাবেন।
  • কোন শিশু মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেত। এটাই নিয়ম। কিন্তু প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি পুনরায় রাষ্ট্রপতি হলে দেশে অভিবাসী সমস্যা মেটাতে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির বিষয়টি তুলে দেবেন। ২০২৪ সালে পুনরায় মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প।
জাতীয়
  • পশ্চিমবঙ্গে চলতি বছর থেকেই শুরু হচ্ছে চার বছরের অনার্স কোর্স। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবার থেকে তিন বছরের পরিবর্তে অনার্স পাঠক্রম হবে চার বছরের। জাতীয় শিক্ষানীতির কারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এ এই পরিবর্তনের কথা আছে যা দেশের অধিকাংশ স্থানে অনুসরণ করা হচ্ছে। এই ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল ফেসিলিটি অব মাল্টিপেল এন্ট্রি অ্যান্ড এক্সিট ব্যবস্থা। এখানে কোন পড়ুয়া মাঝপথে লেখাপড়া ছেড়ে দিলে পরে পুনরায় সেই স্থানেই যোগদান করতে পারবেন।
খেলা
  • থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয়লাভ করলেন ভারতের সাইনা নেহাওয়াল, কিরণ জর্জ, লক্ষ্য সেন। তবে ভারতের পিভি সিন্ধু প্রথম রাউন্ডেই হার মানলেন।
  • জুনিয়র এসিও কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল ভারতের পুরুষ হকি দল সেমিফাইনালে ভারত হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে।
  • ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশ্রেষ্ঠ কোচের পুরস্কার পেলেন পেপ গুয়ার্দিওলা। তাঁর প্রশিক্ষণে ম্যানচেস্টার সিটি শেষ ৬ বারের মধ্যে পাঁচবার ইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তিনি পেলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের নামাঙ্কিত পুরস্কার।
  • ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা যেন কোন রাজনৈতিক বক্তব্য পেশ না করেন সে বিষয়ে আবেদন জানালো ফরাসি সরকার। প্রসঙ্গত গতকাল প্রথম রাউন্ডের ম্যাচ জিতে নোভাক জোকোভিচ সার্বিয়া ও কসোভা নিয়ে কিছু মন্তব্য করেছিলেন।
বিবিধ
  • ২০২২৩ অর্থবর্ষে দেশে বৃদ্ধির হার ছিল ৭.২%। সর্বশেষ জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। দেশের অর্থনীতির বহর এইবছরে বেড়ে হয়েছে ৩.৩ লক্ষ কোটি ডলার। বর্তমানে বিশ্বে দ্রুততম বৃদ্ধির অর্থনীতির মর্যাদা ধরে রেখেছে ভারত।
  • মাটির গভীরে কোথায় কোন খনিজ আছে তার রহস্য উদঘাটন করতে গভীর একটি গর্ত খোঁড়ার উদ্যোগ নিল চিন। একইসঙ্গে পৃথিবীর সৃষ্টির রহস্য উন্মোচনের চেষ্টাও করবেন চিনের একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং -এর বিজ্ঞানী ও গবেষকরা। এজন্য ১০০০০ মিটার ওই গভীর গর্ত খোঁড়া শুরু হয়েছে। এক্ষেত্রে তারা অবশ্য পথিকৃৎ নয়। বিশ্বের সবথেকে গভীর গর্ত খুঁড়ে গবেষণার দৃষ্টান্ত আগেই স্থাপন করেছিল রাশিয়া। তাদের খোঁড়া গর্তটি ১২২৬২ মিটার গভীর। ১৯৮৯ সালে রাশিয়া এটি করতে শুরু করে যে কাজ শেষ হতে কুড়ি বছর সময় লেগেছে।