কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ অক্টোবর ২০২৩

220
0
Current Affairs 24th September

আন্তর্জাতিক
  • গাজা ভূখন্ডে আরো তীব্র আক্রমণ শুরু করল ইজরায়েল। ইজরায়েলের স্থল বাহিনী গাজার ভূগর্ভস্থ কিছু সুড়ঙ্গে প্রবেশ করে হামাসের হাতে তাদের কয়েকজন পণবন্দি সেনাকে উদ্ধার করেছে বলে দাবি করেছে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, দু’দিনে হামাসের ৩০০টি ডেরায় হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ট্যাঙ্ক এবং রকেট লঞ্চিং প্যাডও ধ্বংস করা হয়েছে। এরই মধ্যে উত্তর গাজায়  একটি শরণার্থী শিবিরে বোমা বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যু হল। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে যে ইজরায়েলের ক্ষেপণাস্ত্রই এই বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও ইজরায়েল এই ঘটনার দায় স্বীকার করেনি।
জাতীয়
  • আই ফোন হ্যাক করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করলেন দেশের বেশ কয়েকজন বিরোধী নেতা নেত্রী। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
  • স্বাধীনতার ৭৫ বছরের উদযাপন উপলক্ষে যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ শুরু হয়েছিল এদিন আনুষ্ঠানিকভাবে তার সমাপ্তি হলো।
  • মনিপুরে অশান্তি চলছেই। এবার সেখানে সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিতে নিহত হলেন মনিপুর পুলিশের এস ডি পি ও চিংথাম আনন্দ কুমার। এই প্রথম এই অশান্তিতে মনিপুর পুলিশ সার্ভিসেসের কোন অফিসারের প্রাণহানি হল।
খেলা
  • কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। এর ফলে প্রতিযোগিতার পরবর্তী স্তর সেমিফাইনালে পৌঁছনোর আর কোনো আশা থাকল না বাংলাদেশের। বাংলাদেশ সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। আফগানিস্তানকে হারিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু তারপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের কাছে হার মানে। প্রসঙ্গত ১৯৯৯ সাল থেকে বিশ্বকাপ ক্রিকেটে খেলছে বাংলাদেশ। এতদিন পর্যন্ত তাদের বিশ্বকাপে শ্রেষ্ঠ সাফল্য ছিল গ্রুপ লিগে সর্বোচ্চ তিনটি ম্যাচে জয়লাভ করা।
  • মহিলাদের হকি প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চিনকে ২-১ গোলে হারিয়ে দিল।
  • ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ওই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাচ্ছে সৌদি আরব।
  • নিজের অষ্টম ব্যালন ডি ‘ওর খেতাব প্রয়াত দিয়েগো মারাদোনার স্মৃতিতে উৎসর্গ করলেন লিওনেল মেসি।
বিবিধ
  • মহারাষ্ট্রে কুনবি সম্প্রদায়ের মানুষদের অনগ্রসর শ্রেণীর মর্যাদা দেওয়া হবে। এজন্য তাঁরা শিক্ষাক্ষেত্র ও চাকরিতে নির্দিষ্ট সংরক্ষণের সুবিধা পাবেন। মহারাষ্ট্র মন্ত্রীসভা এদিন এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্র ও চাকরিতে সমস্ত মারাঠা জনগোষ্ঠীর সংরক্ষণের দাবিতে তীব্র আন্দোলন চলছে মহারাষ্ট্র জুড়ে।