কারেন্ট অ্যাফেয়ার্স ৫ নভেম্বর ২০২০

646
0

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জোসেফ বাইডেন। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি ইতিমধ্যেই। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী তথা বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছ্রেন। ৫১টি প্রদেশের মধ্যে ৪৬টির ফল গণনা এখনও বাকি। অন্যদিকে পপুলার ভোট পাওয়ার নিরিখে রেকর্ড গড়লেন বাইডেন।
  • উদ্বোধনের এক বছরের মধ্যেই কর্তারপুর গুরুদ্বারের নিয়ন্ত্রণ ক্ষমতা পাকিস্তানের শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির হাত থেকে নিয়ে নিল পাকিস্তান সরকার।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন ছিল ৩ নভেম্বর। এবং তার ঠিক পরের দিন ৯৯,৬৬০ জন করোনায় আক্রান্ত হলেন। মোট আক্রান্ত হয়েছেন ৯৮ লক্ষ জন। বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৪,৮৮,৮১,৮১৭ জন। মোট প্রাণহানি হয়েছে ১২,৩৬,৮০৪ জনের।

 

জাতীয়

  • দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা কমে হল ৫,২৭,৯৬২। মোট সংক্রমিত হয়েছেন ৮৩,৬৪,০৮৬ জন। এদিকে জীবাণুনাশক টানেল। ধোঁয়া ও অতিবেগুনি রশ্মি প্রকাশ্য স্থানে ব্যবহার করে কোভিড প্রতিরোধের ব্যবস্থা নিষিদ্ধ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  • পশ্চিমবঙ্গে শিয়ালদহ ও হাওড়ায় সাত মাস পর লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ। ১১ নভেম্বর থেকে হাওড়ায় ১০১০ জোড়া ও শিয়ালদহে ২২৮ জোড়া ট্রেন চলবে। ২৫ মার্চ লকডাউন ঘোষণার আগে ১৩২২টি লোকাল ট্রেন চলত।

 

খেলা

  • ১০০০ সিঙ্গলস ম্যাচ জেতার নজির গড়লেন রাফায়েল নাদাল। প্যারিস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে তিনি হারিয়ে দিলেন ফেনিসিয়ানো লোপেজকে। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসাবে এই রেকর্ড গড়লেন নাদাল। তাঁর আগে রয়েছেন জিমি কোনর্স (১২৭৪), রজার ফেডেরার (১২৪২) এবং ইভান লেন্ডন (১০৬৮)।
  • ইউরোপিয়ান ক্লব ফুটবলে ১৫০তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন লিগের এই ম্যাচে বার্সেলোনার হয়ে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে তিনি একটি গোলও করলেন।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল