কারেন্ট অ্যাফেয়ার্স ৬ নভেম্বর ২০২০

546
0

আন্তর্জাতিক

  • পার্কিনসন রোগে আক্রান্ত হয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিন। তিনি গুরুতর অসুস্থ। মস্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সেলোভেইকে উদ্ধৃত করে ‘দ্য সান’ পত্রিকা দাবি করল, জানুয়ারি মাসেই পদ ছাড়বেন পুতিন।
  • বেনজির কাণ্ড ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। নির্বাচনের পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্পের বক্তৃতা সম্প্রচার বন্ধ করে দিল এনবিসি, এবিসি, এমএসএনবিসি প্রভৃতি টেলিভিশন চ্যানেল। খোদ রাষ্ট্রপতি মিথ্যা বলছেন- এই অভিযোগ তাঁদের। নির্বাচনে কারচুপির অভিযোগে সরব গোটা রিপাবলিকান শিবির। তবে ট্রাম্প ভোট স্থগিত রাখার যে আবেদন জানিয়েছিলেন তা খারিজ করে দিল আদালত।
  • বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৯৫,১২,৫৩৯ জন। সক্রিয় রোগী ১ কোটি ৪৪ লক্ষ মানুষ। প্রাণহানি হয়েছে ১২,৪৬,১৬৪ জনের।

 

জাতীয়

  • ওড়িশা, দিল্লি, রাজস্থানের পর কর্নাটকও এবছরের দীপাবলিতে আতসবাজি নিষিদ্ধ করল। এদিকে করোনা টিকা সংক্রান্ত বিষয়ে এদিন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করলেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দেশে এখন সক্রিয় করোনা রোগী ৫,২০,৭৭৩। মোট সংক্রমিত ৮৪,১১,৭২৪। দেশে করোনায় মোট ১,২৪,৯৮৫ জনের প্রাণহানি হয়েছে। দেশে টানা ৩৪ দিন ধরে আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি রয়েছে।
  • বাণিজ্য, পরিকাঠামো প্রভৃতি বিষয়ে ১৫টি চুক্তি হল ইতালি ও ভারতের মধ্যে। ভিডিও মাধ্যমে বৈঠকের পর এই চুক্তিপত্র স্বাক্ষরিত হল।

 

বিবিধ

  • কাঠমাণ্ডুতে গিয়ে নেপালি সেনার হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। প্রসঙ্গত, এই সফরেই তাঁকে নেপালি সেনার সাম্মানিক জেনারেল খেতাব তুলে দেবেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী।

 

খেলা

  • ইউরোপা লিগে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়ে দিল ফ্রান্সের দল লিল। হ্যাটট্রিক করলেন ইউসুফ ইয়াজিজি। আর্সেনাল ৪-১ গোলে পরাস্ত করল মোলদেকে।
  • আইপিএল-এর ফাইনালে আগেই উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ ও দিল্লি মুখোমুখি হবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল