কারেন্ট অ্যাফেয়ার্স ৮ নভেম্বর ২০২০

704
0
daily current affairs

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বে ৫ কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন (৫,০৫,৩৭,৬২৩ জন)। মার্কিন যুক্তরাষ্ট্রে ১ কোটি মানুষ সংক্রমিত হয়েছেন। বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ১২,৫৯,৬১৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৬,৮৪,৯৫৪ জন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ মহিলা উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে কমলা হারিস বললেন, ‘আমি প্রথম হতে পারি তবে শেষ নই।’ প্রসঙ্গত, ভারতীয় মা ও জামাইকান বাবার সন্তান কমলা। কমলার স্বামী ইহুদি ধর্মাবলম্বী ডগলাস এমএফ। মার্কিন মুলুকে উপরাষ্ট্রপতির স্ত্রীকে বলা হয় সেকেন্ড লেডি। সেক্ষেত্রে ডগলাসকে সেকেন্ড জেন্টলম্যান না সেকেন্ড হাজব্যান্ড বলা হবে তা নিয়ে চর্চা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতি এই প্রথম। ডগলাসও হচ্ছেন প্রথম সেকেন্ড জেন্টলম্যান। এদিকে ডোনাল্ড ট্রাম্প হলেন একাদশতম মার্কিন রাষ্ট্রপতি, যিনি প্রথম দফায় রাষ্ট্রপতি থাকার পর দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হলেন।

 

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের কূপওয়ারা জেলার মাছিল সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে গিয়ে গুলি বিনিময়ে শহিদ হলেন বিএসএফ-এর একজন কনস্টেবল, সেনাবাহিনীর দুজন জওয়ান এবং একজন সেনা আধিকারিক।
  • মলডোয় অষ্টম পর্যায়ের বৈঠকে বসলেন ভারত ও চিনের সেনা প্রতিনিধিরা। কোনো সমাধান সূত্র মেলেনি এই বৈঠকে।
  • দেশে করানায় মোট ৮৫ লক্ষ জন (৮৫,০৭,৭৫৪) সংক্রমিত হয়েছেন। অ্যাক্টিভ রোগী ৫,১২,৬৬৫ জন। প্রাণহানির সংখ্যা ১,২৬,১২১।

 

বিবিধ

  • কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের নাম বদলে বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক করল কেন্দ্রীয় সরকার। এদিনই গুজরাটের ভাবনগর থেকে সুরাটের মধ্যে ফেরি পরিষেবা উদ্বোধন হল।
  • সাংবাদিক সেমুর টপিংয়ের জীবনাবসান হল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কাজ করেছিলেন এই প্রবীণ সাংবাদিক।
  • ‘ওম্যান’ শব্দের সংজ্ঞায় পরিবর্তন আনল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ব্যবহার করা হয়েছে—এমন বিস্তর অভিযোগের মুখে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তাদের নতুন সংস্করণে এ ব্যাপারে বদল আনল। মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী অনলাইন পিটিশন চালু করেন। পিটিশনে অক্সফোর্ড ডিকশনারির ‘ওম্যান’ সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়। পিটিশনে ৩৪ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন বলে জানা যায়। সমালোচনার মুখে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ডিকশনারির ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে পরিবর্তন আনে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক মুখপাত্র জানান, ব্যাপক পর্যালোচনার পর এই পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে, ‘ওম্যান’ বা একজন নারী একজনের স্ত্রী, বান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে। নারীর আগের সংজ্ঞায় বলা হয়েছিল, একজন পুরুষের স্ত্রী, বান্ধবী বা প্রেমিকা। ‘ওম্যান’ শব্দের ইংরেজি প্রতিশব্দে আগে বেশ কিছু যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ছিল। হালনাগাদ সংস্করণে তার কয়েকটি বাদ দেওয়া হয়েছে। লন্ডনভিত্তিক যোগাযোগ ও মার্কেটিং বিশেষজ্ঞ মারিয়া বিট্রিস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই পরিবর্তনে তিনি ৮৫ শতাংশ খুশি। বাকি যে আপত্তিকর শব্দ আছে, তা বাদ দেওয়ার দাবি জানান তিনি।অভিধানে যা লিপিবদ্ধ হয়েছে- In the latest edition of the world-famous dictionary it has acknowledged for the first time that a woman can be ‘a person’s wife, girlfriend or female lover’. The previous definition was limited to ‘a man’s wife, girlfriend or lover’.

 

খেলা

  • চলতি আইপিএল প্রতিযোগিতায় ৬০০ রান করে ফেললেন দিল্লি ক্যাপটেন্স দলের শিখর ধাওয়ান। সব মিলিয়ে ১৭৫ ম্যাচে ৫১৮২ রান হয়ে গেল তাঁর। এক্ষেত্রে তাঁর ক্রম চতুর্থ। শীর্ষে আছেন বিরাট কোহলি। কোহলির সংগ্রহ ৫৮৭৮ রান। এদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে উঠল দিল্লি। ফাইনালে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। মহিলাদের তিন দলীয় আইপিএল-এর ফাইনালে উঠল সুপারনোভাস ও ট্রেল ব্লেজার্স।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল