আন্তর্জাতিক
- আনুষ্ঠানিকভাবে জাপানের সম্রাট পদে ঘোষিত হল আকিশিনোর নাম। নারুহিতোর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। প্রসঙ্গত, জাপান রাজপরিবারের নীতি অনুসারে পুত্রসন্তান না থাকায় নারুহিতো ওই পদ ছেড়ে দিলেন তাঁর ভাই আকিশিনোকে।
- বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে হল ১২,৬৭,১৬৫। সংক্রমিত হয়েছেন ৫,১১,১৩,৭৪৫। এদিকে মার্কিন সংস্থা ফাইজার দাবি করল, করোনা প্রতিষেধক নির্মাণের প্রক্রিয়ার তৃতীয় ধাপের অন্তর্বর্তী ট্রায়ালে তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক ও দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা চালানো হয়েছিল। জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে তারা এই টিকা প্রস্তুতের চেষ্টা করছে। টিকার কার্যকারিতা কতদিন থাকবে তা জানাতে পারেনি ফাইজার।
জাতীয়
- দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাজি ফাটানো ও বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল। একই সঙ্গে গোটা দেশের ২৩টি রাজ্যের ১২২টি অঞ্চলের জন্যও এই নির্দেশ জারি করা হল। দূষণ কম যেখানে সেখানে দীপাবলিতে ২ ঘণ্টার জন্য (রাত ৮টা থেকে ১০টা) বাজি ফাটানো যাবে বলে নির্দেশ দেওয়া হল।
- দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৫,০৯,৬৭৩। প্রাণহানির সংখ্যা বেড়ে হল ১,২৬,৬১১। দেশে মোট সংক্রমিত হয়েছেন ৮৫,৫৩,৬৫৭।
বিবিধ
- নতুন নজির গড়ল ভারতের শেয়ার বাজার। শেয়ার সূচক সেনসেক্স ৪২৫৯৭.৪৩ অঙ্কে উঠে উচ্চতার নতুন নজির তৈরি করল। এর আগে গত ১৪ জানুয়ারি সর্বোচ্চ ৪১৯৫২ অঙ্ক উঠেছিল সূচক। গত ২৩ মার্চ তা কমে হল ২৫৯৮১.২৪ অঙ্ক। অপর শেয়ার সূচক নিফটিও ১২৪৬১.০৫ অঙ্কের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিন শেয়ার বাজারে লগ্নিকারীরা ২ লক্ষ কোটি টাকার সম্পদ লাভ করলেন।
- ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা নিয়ে ‘ফিনান্স কমিশন ইন কোভিড টাইমস’ নামের রিপোর্ট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে তুলে দিলেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং।
খেলা
- প্রাক্তন জাতীয় ফুটবলার সত্যজিৎ ঘোষ (৬২) হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন তিনি মোহনবাগান ফুটবল দলের রক্ষণে খেলতেন।
- এশিয়ান ফুটবল কনফেডারেশনের বিচারে ইন্টারনেটে ভোটদানের মাধ্যমে ভারতের জনপ্রিয় ক্লাবের সম্মান পেল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কেরল ব্লাস্টার্স ও মোহনবাগান।
- শারজায় মহিলাদের টি২০ চ্যালেঞ্জ ট্রফি জিতল ট্রেইল ব্লেজার্স। ৩ দলের মহিলা আইপিএল প্রতিযোগিতায় তারা ১৬ রানে হারিয়ে দিল সুপারনোভাকে। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল হারাল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলকে। ফাইনালে ম্যাচের সেরা হলেন স্মৃতি।
- অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট ক্রিকেট দলে ডাক পেলেন রোহিত শর্মা। অন্যদিকে পিতৃত্বকালীন ছুটির জন্য সেখানে তিনটি টেস্টে থাকতে পারবেন না বিরাট কোহলি। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল