আন্তর্জাতিক
- বাহারিনের প্রধানমন্ত্রী যুবরাজ খলিফা বিন সলমন অল খলিফা (৮৪) প্রয়াত হলেন। গত ৪৯ বছর ধরে তিনি প্রধানমন্ত্রী পদে রয়েছেন। প্রধানমন্ত্রী পদে এত দীর্ঘদিন থাকার রেকর্ড অন্য কারও নেই।
- রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড দাবি করল, করোনার সম্ভাব্য প্রতিষেধক হিসাবে স্ফুটনিক ভি তৃতীয় দফায় ৯২ শতাংশ কার্যকর হয়েছে। গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজির এই টিকা ১৬ হাজা স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হয়েছে। এদিকে সারা বিশ্বে করোনায় এরই মধ্যে ১২,৮৬,৬৯১ জনের প্রাণহানি হয়েছে করোনায়। ৫,২২,৭১,২৮২ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩,৬৫,৯৭,০৩১ জন।
জাতীয়
- বিহারে বিধানসভা নির্বাচনে আরজেডি ৭৫ বিজেপি ৭৪, জেডি (ইউ) ৪৩, কংগ্রেস ১৯, এলজেপি ১, সিপিআই (এম) লিবারেশন ১২, সিপিআই (এম) ২ , সিপিআই ২ এবং আখতারুল ইমান ৫টি আসন পেয়েছে।
- করোনার সম্ভাব্য প্রতিষেধক কোভ্যাকসিন-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষায় স্বেচ্ছাসেবক হতে এগিয়ে এলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীন জে এন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তারিখ মনসুর। এদিকে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্য ৫ লক্ষের নীচে নেমে গেল (৪,৯৪,৬৫৭ জন)। এর আগে ২৮ জুলাই শেষ বার এমন পরিস্থিতি ছিল।
- কলকাতা সহ দক্ষিণবঙ্গের জীবনরেখা বলা হয় লোকাল ট্রেনকে। লকডাউনে ২৫ মার্চ থেকে বন্ধ ছিল তা। প্রায় আট মাস পর এদিন পুনরায় শুরু হল ট্রেন চলাচল।
বিবিধ
- দেশের ১০টি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য আগামী ৫ বছরে উৎসাহ ভাতা বা “প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম” চালুর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরমধ্যে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ শিল্পে ৫৭ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এ ছাড়াও বস্ত্র, খাদ্যপণ্য, ইলেক্ট্রনিক্স প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রেও উৎসাহভাতা দেওয়া হবে।
- করোনা জনিত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ২০২০ সালে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা হবে না। দশম ও দ্বাদশ শ্রেণিতে ২০২০ সালে সরাসরি তাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খেলা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ অগস্ট টোকিও অলিম্পিকে ২০৬টি দেশের ১১ হাজার অ্যাথলিট অংশ নেবেন। প্রতিদিন তাঁদের করোনা পরীক্ষা করা হবে। মার্চ মাস থেকেই টেস্ট ইভেন্ট শুরু করা হবে। টোকিও গেমসের ডেলিভারি অফিসার হিদেমাসা নাকামুরা এদিন এই তথ্য জানালেন।