Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ১১ নভেম্বর ২০২০

RRB Group D Recruitment 

আন্তর্জাতিক
  • বাহারিনের প্রধানমন্ত্রী যুবরাজ খলিফা বিন সলমন অল খলিফা (৮৪) প্রয়াত হলেন। গত ৪৯ বছর ধরে তিনি প্রধানমন্ত্রী পদে রয়েছেন। প্রধানমন্ত্রী পদে এত দীর্ঘদিন থাকার রেকর্ড অন্য কারও নেই।
  • রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড দাবি করল, করোনার সম্ভাব্য প্রতিষেধক হিসাবে স্ফুটনিক ভি তৃতীয় দফায় ৯২ শতাংশ কার্যকর হয়েছে। গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজির এই টিকা ১৬ হাজা স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হয়েছে। এদিকে সারা বিশ্বে করোনায় এরই মধ্যে ১২,৮৬,৬৯১ জনের প্রাণহানি হয়েছে করোনায়। ৫,২২,৭১,২৮২ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩,৬৫,৯৭,০৩১ জন।
জাতীয়
  • বিহারে বিধানসভা নির্বাচনে আরজেডি ৭৫ বিজেপি ৭৪, জেডি (ইউ) ৪৩, কংগ্রেস ১৯, এলজেপি ১, সিপিআই (এম) লিবারেশন ১২, সিপিআই (এম) ২ , সিপিআই ২ এবং আখতারুল ইমান ৫টি আসন পেয়েছে।
  • করোনার সম্ভাব্য প্রতিষেধক কোভ্যাকসিন-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষায় স্বেচ্ছাসেবক হতে এগিয়ে এলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীন জে এন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তারিখ মনসুর। এদিকে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্য ৫ লক্ষের নীচে নেমে গেল (৪,৯৪,৬৫৭ জন)। এর আগে ২৮ জুলাই শেষ বার এমন পরিস্থিতি ছিল।
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গের জীবনরেখা বলা হয় লোকাল ট্রেনকে। লকডাউনে ২৫ মার্চ থেকে বন্ধ ছিল তা। প্রায় আট মাস পর এদিন পুনরায় শুরু হল ট্রেন চলাচল।

বিবিধ

খেলা
  • ২০২১ সালের ২৩ জুলাই  থেকে ৮ অগস্ট টোকিও অলিম্পিকে ২০৬টি দেশের ১১ হাজার অ্যাথলিট অংশ নেবেন। প্রতিদিন তাঁদের করোনা পরীক্ষা করা হবে। মার্চ মাস থেকেই টেস্ট ইভেন্ট শুরু করা হবে। টোকিও গেমসের ডেলিভারি অফিসার হিদেমাসা নাকামুরা এদিন এই তথ্য জানালেন।

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version