কারেন্ট অ্যাফেয়ার্স ৩ এপ্রিল ২০২৪

238
0
Current Affairs 3rd April

আন্তর্জাতিক
  • ভয়াবহ ভূমিকম্প অনুভূত হল তাইওয়ানে। রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৭.৪। প্রাথমিকভাবে ৯ জনের প্রাণহানীর খবর জানা গেছে। জখম হয়েছেন নয় শতাধিক ব্যক্তি। ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে তাইওয়ানে এক ভয়াবহ ভূমিকম্পে ২৪০০ জন প্রাণ হারিয়েছিলেন। এদিন সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাইপেই শহর। এই বিপর্যয়ে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
  • ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে টানা চতুর্থ দিনে পড়ল ইজরায়েলের নাগরিকদের একাংশের আন্দোলন। ইজরায়েলের সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান মানুষজন। প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েল ভূখণ্ডে হামলা চালিয়েছিল হামাস জঙ্গি গোষ্ঠী। সেদিন ইজরায়েলের ১১৩৯ জন নাগরিক নিহত হয়েছিলেন। জঙ্গিরা পণবন্দি করে নিয়ে গিয়েছিল ২৪০ জনকে। তাদের মধ্যে কিছু পণবন্দি মুক্তি পেয়েছেন, কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনো হামাসের হাতে বন্দি রয়েছেন ১৩৪ জন। তাদের মুক্তির দাবিতেই আন্দোলন তীব্র হয়ে উঠছে ইজরায়েলে।
জাতীয়
  • দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যা মামলায় দোষী সাব্যস্ত তিনজন এদিন শ্রীলঙ্কায় ফিরে গেলেন। তারা তিনজনই শ্রীলংকার নাগরিক। তারা হলেন রাবার্ড পায়াস, মুরুগন এবং জয় কুমার। প্রসঙ্গত ২০২২ সালে এই মামলায় ওই ৬ জনকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু সরকারও তাদের মুক্তির জন্যই আদালতে সওয়াল করেছিল।
  • ছত্তিশগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল লড়াই হল একদল মাওবাদীর। ছত্রিশগড়ের বিজাপুর জেলার গঙ্গালুর থানা এলাকার গভীর জঙ্গলে এই সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পিপলস লিবারেশন গেরিলা আর্মি দলের ১৩ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
  • রাজ্যসভার সদস্য পদ সমাপ্ত হল মনমোহন সিংয়ের। এদিন আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে অবসর নিলেন তিনি। দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্যসভায় বিরোধী দলনেতা। তার আগে দেশের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনমোহন সিং।
খেলা
  • আইএসএল প্রতিযোগিতার প্রায় শেষ পর্বে এসে জ্বলে উঠল ইস্টবেঙ্গল। এদিন তারা ৪-২ গোলে হারিয়ে দিল কেরল এফসিকে।
  • সৌদি লিগে আল নাসের দলের হয়ে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • আগামী মরসুম থেকে কলকাতা লিগে প্রতি দলে চারজন ভূমিপুত্র খেলা বাধ্যতামূলক বলে জানালো আই এফ এ। ম্যাচের নির্ধারিত সময়ে এবং সংযোজিত সময়ে অন্তত চারজন বাঙ্গালি ফুটবলার রাখতেই হবে।
বিবিধ
  • এবার ফোবর্স সংস্থার সমীক্ষায় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এগিয়ে গেল ভারত। সারা বিশ্বের ধনকুবেরদের মধ্যে ভারতীয় রয়েছেন ২০০ জন। দেশের মহিলা ধনকুবেরদের মধ্যে শীর্ষে রয়েছেন সাবিত্রী জিন্দাল। এই সংস্থার সমীক্ষায় বাইজু রবীন্দ্রনের সম্পদের পরিমান এখন শূন্য। প্রসঙ্গত অনলাইন টিউশন সংস্থা বাইজুস প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রন। পরবর্তীকালে এই সংস্থা বিপুল সাফল্য পায়। ঠিক এক বছর আগে রবীন্দ্রনাথের সম্পদের পরিমাণ ছিল ১৭৫৪৫ কোটি টাকা। এরপরই সংস্থা পরিচালনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি।
  • কলকাতায় রেকর্ড করল সোনার দাম। বিশ্ববাজারের সঙ্গে সাজুজ্য রেখেই এদিন কলকাতায় ১০ গ্রাম খুচরো সোনার দর ৭০ হাজার টাকা পেরিয়ে গেল।