আন্তর্জাতিক
- ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পিটর্সবার্গে এক ভয়াবহ বন্দুক হামলায় ১১ জনের মৃত্যু হয়েছিল। এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে রবার্ট বোয়ারস নামে এক যুবক। পিটর্সবার্গের জেলা আদালত তাকে মৃত্যুদণ্ড দিলো।
- ইরানে এক বছর আগে ঘটেছিল মাহসা আমিনির ঘটনা। যথাযথ ভাবে হিজাব না পড়ার অভিযোগে তাকে তুলে নিয়ে গিয়েছিল নীতি পুলিশ। এরপর পুলিশি হেফাজতেই মৃত্যু হয়েছিল তার। পরবর্তী এক বছরে হিজাবের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইরান। একের পর এক আন্দোলন হয়েছে। কিন্তু তারপরও হিজাব কাণ্ডে পিছু না হঠারই ইঙ্গিত দিল ইরান প্রশাসন। গত কয়েক সপ্তাহে সেখানে নীতি পুলিশের টহলদারি বৃদ্ধি পেয়েছে। এবার হিজাব বিষয়ে নতুন আইন আনার কথা জানালো ইরান প্রশাসন। এক্ষেত্রে হিজাব না পরলে জরিমানা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হচ্ছে আর কারাদণ্ডের মেয়াদ বেড়ে হচ্ছে পাঁচ থেকে দশ বছর। আগে হিজাব না পরলে ১০ থেকে দুমাস পর্যন্ত কারাদণ্ড এবং ভারতীয় মুদ্রায় ৯৭ থেকে সর্বোচ্চ ৯৭৭ টাকা জরিমানার সংস্থান ছিল।
জাতীয়
- হরিয়ানার নুহ এলাকায় এখনো গোষ্ঠী সংঘর্ষের কারণে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। সেখানে একটি হিংসার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করল। তবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নাক গলানোর ঘটনায় অসন্তুষ্ট ভারতের বিদেশ মন্ত্রক। হিংসার আঁচ ছড়িয়ে পড়ল প্রতিবেশী গুরগ্রামেও।
- দেশের কুড়িটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এর মধ্যে শুধু দিল্লিতেই রয়েছে আটটি।
খেলা
- শুরু হলো ১৩২তম ডুরান্ড কাপ। এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মিকে ৫-০ ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগান। অন্য ম্যাচে ইস্টবেঙ্গল ও ভবানীপুরের মধ্যে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকল।
- ওয়েস্ট ইন্ডিজ সফরে মোট পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ত্রিনিদাদের এই সিরিজের প্রথম ম্যাচে চার রানে হেরে গেল ভারত। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। এদিন টি-টোয়েন্টিতে অভিষেক হল ভারতের মুকেশ কুমার ও তিলক ভার্মার। এই সফরে মাত্র ১৪ দিনের ব্যবধানে দেশের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেক হল মুকেশ কুমারের।
- মেয়েদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ইতিহাস গড়লো মরক্কো। প্রথমবার খেলতে নেমেই তারা নক আউট পর্বে পৌঁছনোর যোগ্যতা অর্জন করল। পশ্চিম আফ্রিকার প্রথম দেশ হিসেবে মরক্কো বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে। অন্যদিকে প্রতিযোগিতার গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল জার্মানি। আগেই ব্রাজিল, জার্মানি, ইতালির মতো দেশ গ্রুপ লিগ থেকে ছিটকে গেছে।
- এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারত চিনকে ৭-২ গোলে পরাস্ত করল। অন্য ম্যাচে মালয়েশিয়া ৩-১ গোলে হারিয়ে দিল পাকিস্তানকে, দক্ষিণ করিয়া ২-১ গোলে জয়ী হলো জাপানের বিরুদ্ধে।
- বাংলার মনোজ তেওয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। তিনি দেশের হয়ে বারোটি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছিলেন। দেশের হয়ে খেলেছেন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম শ্রেণীর মোট ১৪১টি ম্যাচে ৯৯০৮ রান আছে মনোজের।
- এই মরশুমের দেওধর ট্রফি জিতল দক্ষিণাঞ্চল। ফাইনালে তারা ৪৫ রানে হারিয়ে দিল পূর্বাঞ্চলকে।
বিবিধ
- পশ্চিমবঙ্গে সরকার পরিচালিত গ্রন্থাগারের সংখ্যা ২৪৪০। এরমধ্যে গ্রামীন গ্রন্থাগার ২২০৯ টি, নগর গ্রন্থাগার ১৯ টি এবং সরকারি গ্রন্থাগার ১৩টি। পশ্চিমবঙ্গের গ্রন্থাগারগুলিতে মোট বইয়ের সংখ্যা ২ কোটি ৭ লক্ষ ২৫ হাজার ৪৭৫। পশ্চিমবঙ্গ বিধানসভায় এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।