কারেন্ট অ্যাফেয়ার্স ৩ অগস্ট ২০২৪

130
0
Current Affairs 3rd August

আন্তর্জাতিক
  • বাংলাদেশ শান্ত হয়েও হচ্ছে না। কোটাবিরোধী আন্দোলনকারীদের আন্দোলন স্তিমিত হওয়ার বদলে তা আরো গতিপ্রাপ্ত হচ্ছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এদিন বাংলাদেশের নানাস্থানে সুবিশাল সমাবেশ হয়। কোটাবিরোধী আন্দোলনকারীদের হত্যার বিচার চাই এই দাবিতে মুখর হয়ে ওঠে উত্তেজিত জনতা। কুমিল্লায় উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশের গুলিতে একজন নিহত হলেন। শ্রীপুরেও দুদলের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন একজন। আন্দোলনকারীরা এবার সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার ডাক দিলেন।
  • ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গি হামলার ঘটনায় মূল অভিযুক্ত খালিদ শেখ মহম্মদ ও তার দুই সঙ্গীর শাস্তি কমানোর আবেদন খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন।
জাতীয়
  • ২০২৩ সালে দেশ থেকে ২ লক্ষ ১৬ হাজার নাগরিক দেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে চলে গিয়েছেন। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে।
  • কেরলের ওয়েনার জেলায় ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫৮। এখনো উদ্ধার কার্য চলছে। এখনো দুই শতাধিক ব্যক্তি নিখোঁজ।
  • ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন দলজিৎ সিং চৌধুরী।
খেলা
  • প্যারিস অলিম্পিকের জিমন্যাস্টিক বিভাগের ভল্টে সোনা জিতলেন কিংবদন্তি মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস। প্যারিস অলিম্পিকে এটি বাইলসের তৃতীয় সোনা। এর আগেই অল অ্যারাউন্ড বিভাগে তিনি ব্যক্তিগত সোনা জিতেছেন এবং টিম ইভেন্ট থেকে একটি সোনা জিতেছেন। ইতিমধ্যেই মোট দশটি অলিম্পিক পদকের মালিক হয়েছেন বাইলস। ইতিমধ্যে ১৬ টি সোনা জিতে চিন পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে। তিনটি ব্রোঞ্জ পদক জিতে ভারতের স্থান এখনো পর্যন্ত একান্নতম ।
বিবিধ
  • নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি (৮৪ বছর) প্রয়াত হলেন। তিনি ভারতনাট্যমের কিংবদন্তি শিল্পী। তিরুপতি তিরুমালা মন্দিরে মাত্র যে দুজনকে আবাসিক শিল্পীর সম্মান জানানো হয়েছিল তাদের মধ্যে একজন হলেন জামিনী কৃষ্ণমূর্তি। তিনি মাত্র ২৮ বছর বয়সে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। তিনি ভারতনাট্যম ছাড়াও কুচিপুরি, ওড়িশা, কর্নাটকি নৃত্যে দক্ষ ছিলেন।