কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ডিসেম্বর ২০২৩

schedule
2023-12-04 | 13:04h
update
2023-12-04 | 13:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • গাজা স্ট্রিপের জাবালিয়া শরণার্থী শিবির এবং গাজা শহরের রাদওয়ান নাসর অঞ্চলে লাগাতার বোমা বর্ষণ করলো ইজরায়েলের বাহিনী। এতে গত ২৪ ঘন্টায় সাতশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমনই ভয়াবহ যে, জখমদের উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। একের পর এক আবাসনে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ায় সেগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা যাচ্ছে না লাগাতার বোমা বর্ষণের কারণে।
  • পেরুতে সোনার খনিতে হামলা চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা, তারা পদেরোসা সোনার খনিতে খনির অভ্যন্তরে অস্ত্র নিয়ে প্রবেশ করে তাদের গুলিতে ৯ জন খনি শ্রমিক নিহত হয়েছেন তবে শেষ পর্যন্ত তারা সকলেই পুলিশের জালে ধরা পড়েছে।
  • পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের চেয়ারম্যান নির্বাচিত হলেন গহর আলি খান। ১৯৯৬ সালে এই দলটি তৈরি করেছিলেন ইমরান খান। তারপর এই প্রথম ইমরান ছাড়া অন্য কেউ এই দলের চেয়ারম্যান নির্বাচিত হলেন। প্রসঙ্গত, ইমরান খান বর্তমানে জেল বন্দি। আরও একগুচ্ছ মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পাকিস্তান ইলেকশন কমিশন এই দলের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছি।ল
Advertisement

জাতীয়
  • চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল। এর মধ্যে তিনটিতে বিজেপি এবং একটিতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি ১৬৩ এবং কংগ্রেস ৬৬ আসনে জয়লাভ করেছে। ছত্তিশগড়ে ৯০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৪টি আসন, কংগ্রেস পেয়েছে ৩৫টি আসন। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১১৫,টি কংগ্রেস পেয়েছে ৬৯ টি। তেলেঙ্গানায় ১১৯ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৬৪টি , বি আর এস পেয়েছে ৩৯টি আসন। প্রসঙ্গত, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল একসাথেই প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশেষ অনুষ্ঠানের কারণে মিজোরামে ভোটের ফলাফল প্রকাশের সূচি পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল। নির্বাচন কমিশন সেই দাবি মেনে মিজোরামের ভোট গণনা একদিন পিছিয়ে দিয়েছে।
খেলা
  • বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারত জয়ী হলো ৬ রানে। এর আগেই অবশ্য সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত।
  • বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা আট উইকেটে হারিয়ে দিল গোয়াকে। এই ম্যাচে তিন উইকেট নিলেন আকাশদীপ এবং মহম্মদ কায়েফ। প্রসঙ্গত, বাংলা দলের অন্যতম সদস্য মহম্মদ শামির ভাই হলেন মহম্মদ কাইফ। অনূর্ধ্ব ১৬ বছর ক্রিকেটে বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা ১৬৭ রানে হারিয়ে দিল হায়দারাবাদকে।
 বিবিধ
  • তেলেঙ্গানায় তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিজি অঞ্জনি কুমারকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেখানে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই তিনি কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন। এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 19:14:56
Privacy-Data & cookie usage: