কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ফেব্রুয়ারি ২০২৪

275
0
Current Affairs 3rd February

আন্তর্জাতিক
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ৭ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের একটি আদালত। বুশরা বিবির সঙ্গে তাঁর বিয়ে শরিয়তি আইন মেনে হয়নি, এই কারণেই এই শাস্তি দেওয়া হলো। ২০১৮ সালে বুসরা বিবিকে তিনি বিয়ে করেছিলেন। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বুশরা বিবিকে  শরিয়তি আইন অনুসারে যত সময় অপেক্ষা করতে হয় তার আগেই বুশরা বিবিকে  সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান । চলতি সপ্তাহেই অন্য দুটি মামলায়ও কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরানকে। সরকারি তথ্য ফাঁসের মামলায় ১০ বছর এবং তোষাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরানকে।
  • ইরাক ও সিরিয়ায় অবস্থিত বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে আকাশপথে হামলা চালাতে শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। মোট ৮৫ টি নিশানয় হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মূলত ইরানি রেভলিউশনারি গার্ডের দপ্তর, সেনা ঘাঁটি, অস্ত্রাগার, গোয়েন্দা দপ্তরে হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক মাসে ইরানের মদদ পুষ্ট জঙ্গিরা অন্তত ১৬৬ বার মার্কিন সেনা ঘাঁটিগুলিতে আমলা চালিয়েছে বলে জানা গেছে।
জাতীয়
  • পাঞ্জাবের রাজ্যপাল এবং চন্ডিগড় এর প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন বনোয়ারিলাল পুরোহিত। ব্যক্তিগত কারণে এই পদত্যাগ বলে তিনি জানিয়েছেন। এর আগে তিনি তামিলনাড়ু ও অসমের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন। সাম্প্রতিক সময়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বারবার বাদানুবাদে জড়িয়েছিলেন তিনি।
  • মহারাষ্ট্রে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি শিবসেনা জোট। কিন্তু এই রাজ্যেরই কল্যাণ শহরের একটি থানায় পুলিশ কর্মীদের সামনেই বিজেপি বিধায়ক গণপত গায়কোয়ার শিবসেনা নেতা মহেশ গায়কোয়ারকে গুলি করেন বলে অভিযোগ। মহেশের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীর থেকে পাঁচটি বুলেট বার করা হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত বিধায়ক গনপত গায়কোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমির বিবাদ থেকে এই ঘটনা বলে জানা গেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩৯৯ কোটি ডলারের বিনিময়ে ভারত যে সকল সামরিক সরঞ্জাম কিনতে চেয়েছিল তা সেখানকার ফরেন রিলেশনস কমিটি অনুমোদন করেছে বলে জানা গেছে। এরমধ্যে নজরদারির জন্য ৩১ টি অত্যাধুনিক প্রিডেটর ড্রোন রয়েছে। এগুলি পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা ৩৫ ঘন্টা উড়তে সক্ষম। শুধু তাই নয় এগুলি ১৭০০ কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম এবং এদের গতি ঘন্টায় সর্বোচ্চ ৪৪২ কিলোমিটার।
  • দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্র প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি। এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে লাল কৃষ্ণ আদবানির বয়স ৯৭ বছর।
খেলা
  • বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করলেন ভারতের যশস্বী জয়সওয়াল। যশস্বী নিজের ষষ্ঠ টেস্টেই ২০৯ রানের ইনিংস খেললেন। তিনি ভারতের তৃতীয় কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দ্বিশতরান করলেন তিনি। এর আগে সব থেকে কম বয়সে (২১ বছর ৩৩৫ দিন ও ২১ বছর ৩৫৫ দিন) দুটি রেকর্ডই ছিল বিনোদ কা। বর্তমানে যশোর যশস্বীর বয়স ২২ বছর। এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হলো ৩৯৬ রানে। জবাবে ইংল্যান্ড ২৫৩ রান করল তাদের প্রথম ইনিংসে। ভারতের হয়ে ১৬ ওভার বল করে ৪৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন যশপ্রীত বুমরাহ।
  • ষাট বছর পর ভারতের টেনিস দল খেলতে গেল পাকিস্তানে। ডেভিস কাপে বিশ্ব গ্রুপ প্লে অফ এর খেলাটি হচ্ছে ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সে। এদিন দুটি সিঙ্গেলসে জিতলেন ভারতের রামকুমার রমানাথন এবং শ্রীরাম বালাজি। এর ফলে প্রতিযোগিতায় ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
  • আইএসএল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ম্যাচ ড্র হল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলই দুটি করে গোল করেছে।
বিবিধ
  • ২০১৮ সাল থেকে এখনো পর্যন্ত দেশের বাইরে পড়তে গিয়ে প্রাণহানি হয়েছে ৪০৩ জন ভারতীয় পড়ুয়ার। এর মধ্যে সবথেকে বেশি ঘটনা ঘটেছে কানাডায়। সেখানে ৯১ জন প্রাণ হারিয়েছেন। ব্রিটেনে ৪৮ জন, রাশিয়ায় ৪০ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৬ জন ভারতীয় পড়ুয়া সাম্প্রতিক সময়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও লেখাপড়া করতে গিয়ে বসবাসের সময় ভারতীয় ছাত্রদের প্রাণহানির ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া, ইউক্রেন, জার্মানি, ইতালি, কাতার, চিন , সাইপ্রাস, ফিলিপিনস, কিরঘিজস্তান প্রভৃতি দেশে। ভারতের বিদেশ মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে।