কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জানুয়ারি ২০২৫

32
0

আন্তর্জাতিক
  • আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনা্ড ট্রাম্প। কিন্তু তার  আগেই আগামী ১০ জানুয়ারি ট্রাম্পকে বিচারের মুখামুখি হতে হবে। সাজা ঘোষণা করবে ম্যানহাটনের আদালত। এক পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার কারণে আদালতে দোষী সাব্যস্ত অপরাধী হয়েই নাকি তিনি প্রেসিডেন্টের পদে অভিষিক্ত হবেন। অভিযোগ পর্ন তারকা স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। যদিও ট্রাম্প এই অভিযোগকে অস্বীকার করে আসছেন বার বার।
  • ইউক্রেন–রাশিয়া যুদ্ধে ৪লক্ষ ৩০ হাজার ৭৯০ জন সেনা হারিয়েছে রাশিয়া। এ সংবাদ আলজাজিরার।
  • চিনে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন।এইচএমপিভি আদতে কী? জানা গিয়েছে, এক্ষেত্রেও করোনা কিংবা ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয়। হালকা জ্বর, কাশি, ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়। মূলত শীতের সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের। এই রোগের উপর চিন নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। চিনের যে ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে হৈচৈ পড়ে গিয়েছে তা নিয়ে এবার মুখ খুলল চিন। যেভাবে সামাজিক মাধ্যমে হাসপাতালগুলিতে ভিড় দেখানো হয়েছে তা নিয়ে বলতে গিয়ে চিনের স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিল হাসপাতালে ভিড় হয়েছে ঠিকই তবে সেটা নিয়ে চিন্তার কোনও কারণ চিনা সরকার এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শনিবার চিনা স্বাস্থ্য মন্ত্রকের দাবি কতটা সঠিক তা জানার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করে থাকতেই হবে।
  • নিজের নাম বদল করে তিনি রাখলেন কেকিয়াস ম্যাক্সিমুস। ইলন মাস্ক বরাবরই তিনি খবরে থাকতে পছন্দ করেন। তাকে নিয়ে বিশ্বে আলোচনা হোক সেটাও তিনি মজা হিসাবেই দেখেন। আর এবার নতুন গল্প ইলন মাস্ককে নিয়ে। আমেরিকার এই কোটিপতি এবার নিজের নাম পরিবর্তন করে নিলেন। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি বদলে দিলেন নিজের নাম।
দেশ
  • ফেসবুকসহ সামাজিক মাধ্যম ব্যবহারে ছেলেমেয়েদের প্রভাব পড়ছে। সে কারণে  শিশুদের দূরে রাখতে কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম আনতে চলেছে। ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নয়া বিধি আনল কেন্দ্রীয় সরকার। নয়া বিধির খসড়ায় উল্লেখ করা হয়েছে, ১৮ বছরের নিচে নাবালক নাবালিকাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে এবার থেকে বাবা মায়ের অনুমতির প্রয়োজন হবে। খসড়ায় বলা হয়েছে, ‘অভিভাবকের পূর্ণ সম্মতি ছাড়া ১৮ বছরের নিচে কোনও নাবালক সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না। সম্মতি ছাড়া কোনও নাবালকের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করা হবে না এবং যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে’। তবে খসড়ায় এই বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।বিধির খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩-এর ৪০ ধারা অনুসারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিধি আইন কার্যকর হওয়ার তারিখ থেকে, সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের জন্য এখানে প্রকাশ করা হল’। এই বিধি চূড়ান্ত করার আগে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত গ্রহণ করা হবে। তথ্য সংগ্রহকারী সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে যে “যিনি নিজেকে অভিভাবক হিসেবে নিজেকে সামনে আনছেন তিনি যেন প্রাপ্তবয়স্ক হন। আইন অনুসারে, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য ও পদ্ধতি নির্ধারণে দায়িত্বশীল তথ্য সংরক্ষণকারীদের ওপর সর্বোচ্চ ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
  • কিছু কাল শান্ত থাকার পর ফের উত্তপ্ত মণিপুর। আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রতি অবজ্ঞার প্রতিবাদে আদিবাসীদের সংগঠন কুকি-জো কাউন্সিল প্রতিবাদ জানানোর পাশাপাশি বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা রক্ষীর সংঘর্ষ হয়।

 

খেলা
  • সন্তোয ট্রফি চ্যাম্পিয়ন ভারতে সেরা বাংলা দলের জয়ী ফুটবলাররা চাকরি পেলেন পুলিশে।মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এই চাকরি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাঁদের অ্যাসিসটান্ট সাব ইনস্পেক্টরের পদে চাকরি দেওয়া হবে।
বিবিধ
  • ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভারতজুড়ে স্কুলে ভর্তির সংখ্যা ২০২২-২৩-এর তুলনায় প্রায় ৩৭ লক্ষ কমে গিয়েছে। শিক্ষামন্ত্রকের ইউডিআইএসই (ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস) রির্পোর্টে এই পরিসংখ্যান প্রকাশ করা হযেছে। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস হল একটি তথ্য সংরক্ষণ প্ল্যাটফর্ম যা সারাদেশের স্কুল শিক্ষার (প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত) তথ্য একত্রিত করে।
  • ২০২১-২২ শিক্ষাবর্ষে স্কুলে নথিভুক্ত ছাত্রদের সংখ্যা ছিল ২৬.৫২ কোটি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্কুলে নথিভুক্ত ছাত্রদের সংখ্যা ছিল ২৫.১৭ কোটি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ২৪.৮০ কোটিতে। কেন্দ্রীয় পরিসংখ্যানে প্রকাশ, এক বছরে মহিলা শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৬ লাখ, পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ২১ লাখ কমেছে।