কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুলাই ২০২৩

schedule
2023-07-04 | 10:04h
update
2023-07-04 | 10:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইরানকে “মানুষ মারার যন্ত্র” বলে অভিযোগ করল ইরান হিউম্যান রাইটস। এই মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ইরানে ৩৫৪ জনকে ফাঁসি দিয়েছে প্রশাসন। এদের মধ্যে ২৬১ জনকে মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রসঙ্গত ইরানে ২০২২ সালে সবমিলিয়ে ২৬১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
  • ফ্রান্সে কৃষ্ণাঙ্গ কিশোর নাইলকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমানেই চলছে। নাইলের পরিবারের জন্য সমাজমাধ্যমে অনুদান চাওয়া হয়েছিল, তাতে ২ লক্ষ ডলার জমা পড়েছে। অন্যদিকে নাইলকে হত্যায় অভিযুক্ত পুলিশ অফিসারের আইনি সহায়তার জন্য দক্ষিণপন্থী একজন সাংবাদিকের আবেদনে সমাজ মাধ্যমে ১০ লক্ষ ডলারের বেশি অর্থ জমা হয়েছে। বস্তুত ঠিক এক সপ্তাহ আগে প্যারিসের শহরতলিতে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার সামান্য ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেন ১৭ বছর বয়সি আলজেরিও বংশোদ্ভূত নাইলকে।
Advertisement

জাতীয়
  • নয়া দিল্লিতে রাইস এভিনিউ বিশেষ সিবিআই আদালতে জমি কেলেঙ্কারি মামলায় চার্জশিট পেশ করলো সিবিআই। এই মামলার দ্বিতীয় চার্জসিট এটি। এখানে অভিযুক্ত হিসাবে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, মিসা ভারতী, তেজস্বী যাদবের নাম রয়েছে। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আর জেডি প্রধান লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার সময় বিহারের যেসব ব্যক্তি রেলের গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন তাদের অনেকের থেকে বাজারদরের তুলনায় কম দামে জমি কেনা হয়। এই বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে  সিবিআই।
  • গার্হস্থ হিংসার শিকার পুরুষদের জন্য একটি আলাদা কমিশন গড়ার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সাংসারিক হিংসায় পুরুষরাও নির্যাতিত হন, এই দাবি জানিয়ে মহিলা কমিশনের ধাঁচে একটি কমিশন গড়ার দাবি জানানো হয়েছিল।
  • উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে তার বৈধতা থাকবে আজীবন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল। ২০১২, ২০১৬ সালে উত্তীর্ণদের জন্যও এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
খেলা
  • কলকাতা ময়দানে সাতের দশকে বিখ্যাত গোলরক্ষক তরুণ বসুকে জীবন কৃতি সম্মান জানানোর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্যকেও জীবন কৃতি পুরস্কার দেওয়া হবে। সামনের এক আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে তাদের এই পুরস্কার দেওয়া হবে।
  • শুরু হয়েছে ঐতিহ্যশালী কলকাতা ফুটবল লিগ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ৩৯ বার, মোহনবাগান ৩০ বার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে।
বিবিধ
  • পুনরায় নতুন রেকর্ড তৈরি হলো ভারতের শেয়ার বাজারে। বোম্বে স্টক এক্সচেঞ্জে এদিন ভারতের দুটি মুখ্য শেয়ার সূচক উচ্চতার নতুন নজির গড়লো। এদিন সেনসেক্স রেকর্ড ৬৫২০৫.০৫ অঙ্কে পৌঁছেছে এবং নিফটি রেকর্ড ১৯৩২২.৫৫ অঙ্কে  পৌঁছেছে। এদিন দেশে ১৯৯৫৯২ কোটি টাকার বিদেশী লগ্নী হয়েছে।
  • ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এই ঘোষণার আগে বাজারে ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকার ২ হাজার টাকার নোট। এরপর গত ১৯ মে থেকে ৩০ জুন পর্যন্ত বাজারে ব্যাংকে মোট ২০০০ টাকার নোটের ৭৬ শতাংশ জমা পড়েছে। এর মধ্যে ৮৭ শতাংশ জমা পরলো নির্দিষ্ট অ্যাকাউন্টে এবং ১৩ শতাংশ বদল করা হয়েছে বলে জানালো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 16:02:13
Privacy-Data & cookie usage: