কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুন ২০২৪

184
0
Current Affairs 3rd June

আন্তর্জাতিক
  • ইতিহাস গোল্ডেন ক্লডিয়া সেনবাম। ৬১ বছরের এই মহিলা মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। যদিও রাজনীতিক হিসেবে নন, দেশবাসীর কাছে তাঁর প্রথম পরিচয় একজন বিজ্ঞানী ও শিক্ষাবিদ হিসেবে। এনার্জি ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানী ক্লডিয়ার অন্তত ১০০টি গবেষণামূলক প্রবন্ধ ও বই রয়েছে। পুরুষ শাসনের দৃষ্টান্তই বরাবর দেখা গেছে যে দেশে সেই মেক্সিকোর ১১৪ বছরের ইতিহাসে এই প্রথম কোন মহিলা দেশের রাষ্ট্রপতি হলেন। বিদায়ী রাষ্ট্রপতি আন্দ্রে ম্যানুয়েল লোপেজের থেকে তিনি ৩০% বেশি ভোট পেয়েছেন। এর আগে মেক্সিকো সিটির প্রথম মহিলা মেয়রও হয়েছিলেন তিনি।
  • গাজা ভূখণ্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেওয়া হবে বলে জানালো ইজরায়েল। যদিও এখনো গাজা ভূখণ্ডে সামরিক আগ্রাসন জারি রেখেছে তারা। এদিনও তাদের হামলায় রাফায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এদিকে ইজরায়েলের এই হানাদারির প্রতিবাদে মলদ্বীপ সরকার ঘোষণা করল যে, তাদের দেশে ইজরায়েলের পর্যটকদের ঢুকতে দেওয়া হবে না। এই বিষয়টি উল্লেখ করে ভারতের অবস্থিত ইজরায়েলের দূতাবাস ভারতের বিভিন্ন সমুদ্র সৈকতে তাদের পর্যটকদের আসার আহ্বান জানিয়েছে।
জাতীয়
  • দেশজুড়ে আড়াই মাস ধরে সাত দফায় সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচন সম্পন্ন করতে গিয়ে বেশ কিছু ভোট কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন যে, অন্তত আরো একমাস আগে ভোট পর্ব সম্পন্ন করলে ভালো হতো। বর্তমানে ভোট গণনার প্রস্তুতি তুঙ্গে । ১৯৫৪ সালের জনপ্রতিনিধি আইনের ৫৪এ ধারায় সবার আগে পোস্টাল ব্যালট গোনা হয়, তারপরে বাকি ভোট গণনা। এবারের লোকসভা নির্বাচনে দেশে মোট প্রার্থী ছিলেন ৮৩৩৭ জন। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৭৯৭ বা ৯.৬ শতাংশ। দেশে ৫৪৩ আসনের মধ্যে একমাত্র সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। এই নির্বাচনে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এরপর অন্যান্য নির্দল প্রার্থীরাও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একজন মাত্র প্রার্থী অবশিষ্ট থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ২০১৯ সালে সব থেকে বেশি ভোটে জয়লাভের রেকর্ড করেছিলেন গুজরাটের নবসারী কেন্দ্রের প্রার্থী সি আর প্যাটেল, তিনি ৬ লক্ষ ৮৯ হাজার ৬৬৮ ভোটে জয়ী হয়েছিলেন।
  • গাছ কাটা বন্ধ না করলে অবিলম্বে দিল্লি পরিণত হবে একটি মরুভূমিতে। এই মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট। প্রসঙ্গত, অরণ্য রক্ষার উদ্দেশ্যে এর আগে দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমী ওয়াজিরিকে চেয়ারপারসন করে গঠিত হয়েছিল ইন্টারন্যাল ডিপার্টমেন্টাল কমিটি। কিন্তু পরিকাঠামোর উদ্যোগে তাদের কাজ সফল হয়নি। এই বিষয়েও আক্ষেপ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট।
  • বিজ্ঞানী নিশান্ত আগারওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য তুলে দেওয়ার দায়ে এই সাজা দিলেন নাগপুরের অতিরিক্ত দায়রা বিচারক এম জি দেশপান্ডে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে বিজ্ঞানী হিসেবে চার বছর কাজ করেছেন তিনি। সেই সময়ই ওই ক্ষেপণাস্ত্রের গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে তিনি পাচার করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
খেলা
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন রাহুল দ্রাবিড়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের পরই তিনি সরে যাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হয়েছিলেন তিনি।
  • ২০২৩ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরা ক্রিকেটারের মর্যাদা পেলেন বিরাট কোহলি। আইসিসির বর্ষসেরা একদিনের শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ২০২৩ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৭৭ রান করেছিলেন বিরাট, শতরান করেছিলেন ছ’টি।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নামিবিয়া এবং ওমানের মধ্যে ম্যাচ টাই হল। শেষ পর্যন্ত সুপার ওভারে এই ম্যাচ জিতে নেয় নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হল। অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
বিবিধ
  • উত্তর প্রদেশ সরকারের প্রস্তাবিত সড়ক নির্মাণের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, মিরাট ও মুজফফরনগরের উপর দিয়ে কাঁওয়ার যাত্রার জন্য ১১১ কিলোমিটার দীর্ঘ রাস্তা গড়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার। এই প্রকল্পের জন্য ১ লক্ষ ১০ হাজার গাছ কেটে ফেলার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বোন ও পরিবেশ মন্ত্রক এর বিরুদ্ধে এই মামলা করেছে গ্রিন  ট্রাইব্যুনাল।
  • ঝড়ের গতিতে উঠল ভারতের শেয়ারবাজারের শেয়ার সূচক। শেয়ার সূচক সেনসেক্স এদিন উঠেছে ২৫০৭ অংক এবং নিফটি উঠেছে ৭৩৩ অংক। একদিনে এই বিপুল পরিমাণ শেয়ার সূচকের বৃদ্ধি গত তিন বছরের মধ্যে এই প্রথম। একদিনের লাভ হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকার। শেয়ার সূচক সেনসেক্স নজিরবিহীন ৭৬ হাজার অংকের ঘরে উঠে থিতু হয়েছে।