কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মার্চ ২০২৪

155
0
Current Affairs 3rd March

আন্তর্জাতিক
  • পাকিস্তানে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী পদে জয়ী হলেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের নেতা শাহবাজ শরিফ। এর আগে তিনি একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তিনবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। দু’বছর আগে ইমরান খান গদিরচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানের শাসনভার রয়েছে শাহবাজের হাতেই। এদিকে এদিনই পাকিস্তানের সেনেটেসব ধরনের সমাজমাধ্যম গুলিকে নিষিদ্ধ করার দাবিতে একটি প্রস্তাব এলো ।
  • লোহিত সাগরে হুথি জঙ্গিদের হামলায় তেল ছড়িয়ে পড়েছিল একটি জাহাজ থেকে। জঙ্গিদের হামলার ১৩ দিনের মাথায় সেই জাহাজটি শেষ পর্যন্ত ডুবেই গেল লোহিত সাগরে। জাহাজটির নাম রুবিমার। এই প্রথম হুথি জঙ্গিদের হামলায় কোন জাহাজডুবি হল। প্রসঙ্গত গাজা ভূখণ্ডে ইজরায়েলের আধিপত্যের প্রতিবাদে বারবার এডেন সাগর, লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলিকে নিশানা করছে এই জঙ্গিরা। ইতিমধ্যে লেবানন ও ইয়েমেনে জঙ্গিদের ঘাঁটিতে যৌথ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদে রহস্যজনকভাবে মৃত্যু হল কট্টর জঙ্গি শেখ জামিল উর রহমানের। তেহরিক উল মুজাহিদিনের শীর্ষ নেতা ছিল এই জঙ্গি। গত এক বছরে তীব্র ভারত বিরোধী অন্তত ১২ জন জঙ্গির রহস্য মৃত্যু হয়েছে পাকিস্তানে।
জাতীয়
  • দিল্লিতে একটি বহুমূল্য খামার বাড়ি গুঁড়িয়ে দিল দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। ছাতারপুরে সরকারি জমিতে ৪০০ কোটি টাকা ব্যয়ে ওই ফার্ম হাউস তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। প্রয়াত লিটার ব্যারন পন্টি চাড্ডা সরকারের ১০ একর জমি দখল করে ওই সম্পত্তি বানিয়েছিলেন বলে অভিযোগ।
খেলা
  • মার্কিন যুক্তরাষ্ট্রে পেশাদার ফুটবলে প্রথম গোল পেলেন লুইস সুয়ারেস। এদিন তিনি জোড়া গোল করলেন। জোড়া গোল করলেন লিওনেল মেসিও। ফলে মেজর লিগ সকারে তাদের দল ইন্টার মায়ামি অরল্যান্ড সিটির বিরুদ্ধে ৫-০ গোলে জয়ী হলো।
  • ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া  ১৭২ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। আর তার ফলে পয়েন্টের বিচারে টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে আইসিসি লিগ টেবিল-এর শীর্ষস্থানে পৌঁছল ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, এর আগে দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে। দুবারই ভারত রানার আপ হয়েছে। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড, দ্বিতীয়বার অস্ট্রেলিয়া।
  • রঞ্জি ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৫৩ রান করল মুম্বই। অন্য সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫২ রান তুলল মধ্যপ্রদেশ।
বিবিধ
  • হাওড়া নয়া দিল্লী রাজধানী এক্সপ্রেসের ৫৫তম জন্মদিন পালন করলেন রেলপ্রেমীরা। ১৯৬৯ সালের ৩ মার্চ রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে রওনা দিয়ে দিল্লি পৌঁছয়। এটাই ভারতের প্রথম ট্রেন যার গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার সীমা অতিক্রম করে গিয়েছিল।