কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মে ২০২৪

171
0
Current Affairs 3rd May

আন্তর্জাতিক
  • চাঁদের উদ্দেশ্যে একটি মহাকাশযান প্রেরণ করল চিন । চিনের দক্ষিণে হায়নান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে চিনের সবথেকে বড় রকেট লংমার্চ ৫ এ চড়ে ওই মহাকাশযান রওনা দিল চাঁদের দিকে। এই অভিযানে চাঁদ থেকে পাথর ও মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসার কথা ওই চন্দ্রযানের যার নাম চাং এ ৬।
  • ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কা খেলো ঋষি সুণক নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। অন্যদিকে বিপুল সাফল্য পেয়েছে লেবার পার্টি।
জাতীয়
  • রাষ্ট্রসঙ্ঘের শান্তি ও সংস্কৃতি বিষয়ক আলোচনায় ভারতকে বিঁধে বক্তব্য পেশ করেছিলেন পাকিস্থানের দূত মুনির আক্রম। এরপর ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ উপযুক্ত জবাব দিলেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় ধর্মীয় কারণে নির্যাতিতদের আশ্রয়স্থল হয়ে আছে ভারত।
  • দর্শনম মোগুলাইয়ার বয়স এখন ৭৩ বছর। ঠিক দু বছর আগে তিনি অচিরাচরিত বাদ্যযন্ত্র কিন্নেরার বাদক হিসেবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। বর্তমানে নির্মাণ শ্রমিকের ভূমিকায় তাঁকে দেখা গেল   হায়দরাবাদে।
  • নির্বাচনে বড় রাজনৈতিক নেতাদের মত একই নাম থাকা প্রার্থীরা ভোটে দাঁড়ালে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই জন্য অনুরূপ নামের প্রার্থীদের সেই কেন্দ্রে ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করতে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেল্ভাম এবার যেখানে প্রার্থী হয়েছেন সেখানে একই নামের আরো চারজন প্রার্থী রয়েছেন। তবে এই কারণে কারোর নির্বাচনে লড়ার অধিকার কেড়ে নেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
খেলা
  • আইসিসি ক্রিকেট বিশ্ব রেংকিং এ ভারত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখল। তবে টেস্ট ক্রিকেটে ভারত নেমে গেল দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
বিবিধ
  • কলকাতায় অবৈধ নির্মাণ ভাঙতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ অনুসারে কলকাতা পুলিশ ওই টাস্ক ফোর্স গঠন করবে এবং কলকাতা কর্পোরেশনকে তারা অবৈধ নির্মাণ ভাঙতে সাহায্য করবে।