হামলা করে ঢাকার শিল্পকলা অ্যাকাডেমিতে নাটক বন্ধ করে দিল অন্তবর্তী সরকার সমর্থক ‘ছাত্রজনতা’। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এক দল মারমুখী লোক প্রায় এক ঘণ্টা ধরে হামলা চালায়। ঢাকার শিল্পকলা অ্যাকাডেমিতে ‘দেশ নাটক’ সংস্থার ‘নিত্যপুরাণ’ নাটকটি অভিনয় হওয়ার কথা ছিল। তা হতে দেওয়া হয়নি। উল্লেখ্য, এই দিনে প্রতি বছর বাংলাদেশে ‘জেল দিবস’ পালিত হয়।। প্রতি বছর এই দিনে শয়ে শয়ে মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। কিন্তু এ দিন পুলিশ ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কবরস্থান ঘিরে রাখে। এমনকী একটি শোরুম উদ্বোধন করতেও দেওয়া হয়নি এক অভিনেত্রীকে। তিনি আওয়ামী লিগ সুবিধাভোগী ছিলেন এই অভিযোগে।
দেশ
আবার ক্রমশ উত্তপ্ত হচ্ছে জম্মু ও কাশ্মীরের একটা অংশ। জঙ্গি হামলার নিশানায় কাশ্মীর। সেই লক্ষেই গ্রেনেড বিস্ফোরণ ঘটাল জঙ্গি গোষ্ঠী। রবিবারের ভরা বাজারে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। সেনা জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে লস্করের পাকিস্তানি কমান্ডার ওসমানি লস্করি। তার পরই এই আঘাত। এক জন নিহত হয়েছেন।
খেলা
ভারত তৃতীয় টেস্টেও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হল। দেশের মাটিতে ভারতীয় দলের এহেন শোচনীয় পরাজয় লজ্জার অন্ধকারে ঢেকে দিল গৌরবের দিন। অধিনায়ক রোহিত শর্মা দলের ব্যাটিং বিপর্যয়ের কথা মেনে নিয়েছেন।
আমেরিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্ব বক্সিং প্রতিযোগিতা থেকে ১৭টি পদক নিয়ে ফিরছেন বক্সাররা। মেয়েদের ৬৫ কেজি ফাইনালে পার্থবী ৫-০ ফলে হারান নেদারল্যান্ডসের বক্সারকে।
বিবিধ
প্রযুক্তিই নজর বন্দি করে রাখবে ছুটন্ত ট্রেনকে। অনুপুঙ্খ বিবরণ নথিভুক্ত করে রাখবে। এমনকি সেই ট্রেনের বিকল হতে চলা যন্ত্রের আগাম সন্ধান দেবে কৃত্রিম মেধা। মেশিন লার্নিং বা কৃ্ত্রিম মেধার প্রযুক্তি ব্যবহার করে বন্দে ভারত এর মতো ট্রেনে রক্ষণাবেক্ষণ করবে রেল। সমস্ত নতুন ট্রেনই এই প্রযুক্তি ব্যবহার করা হবে আগামী দিনে।