কারেন্ট অ্যাফেয়ার্স ৪ সেপ্টেম্বর ২০১৮

671
0
Current Affairs 4 September

জাতীয়

  • হায়দরাবাদ বিস্ফোরণ মামলায় ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ডি আকবর ইসমাইল চৌধুরি ও আনিক সাফিককে দোষী সাব্যস্ত করল আদালত। ২০০৭ সালের ২৫ আগস্ট জোড়া বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৪২ জনের।
  • কলকাতায় মাঝেরহাট সেতুর একাংশ ভেঙে পড়ল। মৃত্যু হল ১ জনের।
  • হায়দরাবাদের নিজাম মিউজিয়ামের পুরানি হাভেলি থেকে চুরি গেল তিনটি মহামূল্যবান প্রত্ন সামগ্রী।
  • সংবাদমাধ্যমে ‘দলিত’ শব্দটি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এক্ষেত্রে তাদের তফশিলি জনজাতি বলে উল্লেখ করতে হবে।
  • কে এন শইকিয়া কমিশনকে অবৈধ ঘোষণা করল গৌহাটি হাইকোর্ট। গুপ্তহত্যার অভিযোগগুলি খতিয়ে দেখতে ২০০৫ সালে ওই কমিশন গড়া হয়েছিল। সেটি আইন সম্মত ভাবে গড়া হয়নি বলে আদালত জানিয়েছে।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ-এর নেতা আরিফ আলভি। তিনি হলেন পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি।
  • সন্ত্রাসবাদী নেতা জালালুদ্দিন হক্কানির মৃত্যু হয়েছে। এই প্রথম তালিবান জঙ্গিরা একথা জানাল। এর আগে বহুবার হক্কানির মৃত্যু সংবাদ প্রচারিত হয়েছিল। ১৯৭০ সালে হক্কানি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন হক্কানিই।
  • সাংবাদিকদের কারাদণ্ড প্রসঙ্গে মুখ খুললেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত নতুন হাই কমিশনার মিশেল ব্যাশেল। তিনি বললেন, ‘মায়ানমারে বিচারের নামে প্রহসন চলছে’।

খেলা

  • শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ওমপ্রকাশ মিথরবাল। ৫০ মিটার পিস্তল বিভাগে চ্যাম্পিয়ন হলেন ২৩ বছর বয়সী ওমপ্রকাশ।
  • ইউএস ওপেনে পুরুষদের প্রি কোয়ার্টার ফাইনালে পরাস্ত হলেন রজার ফেডেরার। ৫ বারের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন ফেডেরারকে হারালেন জন মিলম্যান। মেয়েদের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন মারিয়া শারাপোভা।

বিবিধ

  • মার্কিন স্টক এক্সচেঞ্জে শেয়ার মূল্যের ভিত্তিতে এক লক্ষ কোটি ডলারের মূলধন অর্জন করল অ্যামাজন। অ্যাপল-এর পর দ্বিতীয় সংস্থা হিসাবে তারা এই মাইলফলক স্পর্শ করল।
  • একদিনে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ল ৩৭ পয়সা। পতনের নতুন নজির গড়ে তা হল ৭১.৫৮ টাকা প্রতি ডলার। একই সঙ্গে রেকর্ড মূল্যবৃদ্ধি হল পেট্রোল ও ডিজেলেরও। কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৮২.২২ টাকা ও ৭৪ টাকা।