কারেন্ট অ্যাফেয়ার্স ৪ অক্টোবর ২০২০

schedule
2020-10-06 | 08:00h
update
2020-10-06 | 08:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • কোভিড পর্বের পর ধীরে-ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে ধর্মস্থানগুলি। দীর্ঘ সাত মাস পর প্রথমবার ভ্যাটিকানের বাইরে বেরোলেন পোপ ফ্রান্সিস। ত্রয়োদশ শতকের যাজক সেন্ট ফ্রান্সিসের মৃত্যবার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আসিসিতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে মক্কার কাবা শরিফ এদিন থেকে খোলা হল পুণ্যার্থীদের জন্য। আপাতত কেবল সউদি আরবের গুটিকয় বাসিন্দাই সেখানে ধর্মাচরণের সুযোগ পাবেন। এদিকে ইউরোপের একাধিক দেশে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। ইতালি, স্পেন, ব্রিটেনে দৈনিক সংক্রমণ বৃদ্ধি উদ্বেগজনক। গোটা বিশ্বে সংক্রমিত হয়েছেন ৩,৫৩,২১,৬৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২,৬২,৯২,১৩৫ জন। কোভিডে প্রাণহানি হয়েছে ১০,৪০,৪১৮ জনের।
Advertisement

 

জাতীয়

  • দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯,৩৭,৬২৫। এই নিয়ে পর-পর ১৩ দিন দেশে ১০ লক্ষের কম থাকল সক্রিয় রোগীর সংখ্যা। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৬৫,৪৯,৩৭৩। মোট প্রাণহানি হয়েছে ১,০১,৭৮২ জনের গত ২৪ ঘণ্টায় ৮২,২৬০ জন। ৭৫,৮২৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২০১১ সালের জুলাই মাসের মধ্যে দেশের ২৫ কোটি মানুষকে কোভিড প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
  • এদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, তিন বাহিনীর ১৯,৮৩৯ জন জওয়ান এখনও পর্যন্ত কোভিডে সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনের প্রাণহানি হয়েছে।

 

 

বিবিধ

  • ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করা হল। ভার্চুয়াল ব্যবস্থায় রেলমন্ত্রী পীযূষ গয়াল এদিন উদ্বোধন করলেন স্টেশনটি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রাপথে এটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। প্রসঙ্গত, ২৫ বছর পর কোনো ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের উদ্বোধন হল কলকাতায়। শেষবার ২৫ বছর আগে ১৯৯৫ সালের ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের উদ্বোধন হয়েছিল।

 

খেলা

  • ফরাসি ওপেনে অঘটন ঘটালেন ইগা সুইয়াটেক। পোল্যান্ডের এই ১৯ বছরের তরুণী হারিয়ে দিলেন শীর্ষ বাছাই তথা বিশ্বের দুনম্বর সিমোনা হালপকে। এই প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ইনা। এদিকে রাফায়েল নাদাল টানা ১১ বার কোয়ার্টার ফাইনালে উঠলেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 23:12:11
Privacy-Data & cookie usage: