কারেন্ট অ্যাফেয়ার্স ১২ নভেম্বর ২০২০

schedule
2020-11-17 | 10:06h
update
2020-11-17 | 10:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানাল জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। ইতালিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪২,৯৫৩। ব্রিটেনে এই সংখ্যা হল ৫০,৩৬৫। করোনায় মোট প্রাণহানির বিচারে ব্রিটেনের স্থান পঞ্চম। তাদের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকো। বিশ্বে মোট সংক্রমিত হয়েছেন ৫,২৮,০৫,২৩২ জন। মোট ১২,৯৪,৩৯৯ জনের জীবনহানি হয়েছে করোনায়।
  • পাকিস্তানের গোয়েন্দা বিভাগ সে দেশের জঙ্গিদের একটি তালিকা প্রকাশ করল। সেখানে মুম্বই হামলায় অভিযুক্ত ১০ জনের নাম রয়েছে। প্রসঙ্গত, গত ১২ বছর ধরে ভারত এই দাবি জানিয়ে আসা সত্ত্বেও তা গ্রাহ্য করেনি পাকিস্তান। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলেও ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬৬টি পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্যও তারা কিছু করেনি। এখন এটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরনোর জন্য তারা এই তালিকা প্রকাশ করল বলে অভিযোগ।
Advertisement

 

জাতীয়

  • দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৮,৫৯৩ জন করোনায় সংক্রমিত হলেন যা একটি রেকর্ড। গত এক সপ্তাহে দেশে যতজন সংক্রমিত হয়েছেন তার ২১ শতাংশ দিল্লি ও হরিয়ানার বাসিন্দা। দেশে মোট ৮৬,৮৩,৯১৬ জন সংক্রমিত হয়েছেন। বর্তমানে সক্রিয় রোগী ৪,৮৯,২৯৪ জন। মোট প্রাণহানি হয়েছে ১,২৮,১২১ জনের।
  • ভারতের প্রশাসনের কাছে আত্মসর্পণ করলেন অসমের আলফা জঙ্গি গোষ্ঠীর স্বঘোষিত উপ সেনাধ্যক্ষ রজখোয়া। এদিন তঁকে বাংলাদেশ থেকে মেঘালয় হয়ে অসমে আনা হয়েছে।
  • উত্তরপ্রদেশের কুখ্যাত অপরাধী নিহত বিকাশ দুবের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশের ডিআইজি অনন্তদেব তেওয়রিকে সাসপেন্ড করল যোগী আদিত্যনাথ সরকার।
  • গোয়ার মাজেগাঁও ডক থেকে জলে নামল স্করপেন গোত্রের ডুবোজাহাজ ‘আইএনএস ভাগির।’ এটি ভারতীয় নৌবাহিনীর পঞ্চম স্করপেন সাবমেরিন।

 

বিবিধ

  • ভারতে এখন আর্থিক মন্দা চলছে। দেশের ইতিহাসে প্রথমবার। প্রসঙ্গত, পর-পর দুটি ত্রৈমাসিকে অর্থনীতির সংকোচন হলে তাকে মন্দা বলে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এদিন সেই বার্তাই প্রকাশ করল। এরপরই অর্থনীতিকে চাঙ্গা করতে ২.৬৫ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

 

খেলা

  • আন্তর্জাতিক প্রীতি ফুটবলে পর্তুগাল ৭-০ গোলে হারাল অ্যান্ডোরাকে। এদিন একটি গোল করায় দেশের হয়ে ক্রিশ্চিয়ানার করা গোলের সংখ্যা হল ১০২।
  • বুয়েনস আইরেসের হাসপাতাল থকে ছাড়া পেলেন দিয়েগো মারাদানা।
  • হিসাববহির্ভূত মূল্যবান সম্পত্তি রাখায় দুবাই থেকে ফেরার সময় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়াকে জিজ্ঞাসাবাদ করল ডিরেক্টরেট অব রেভেনিউ ইনটেলিজেন্স।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 07:43:25
Privacy-Data & cookie usage: