কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ নভেম্বর ২০২০

schedule
2020-11-17 | 12:18h
update
2020-11-17 | 12:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন অন্তত ৭৪ জন। রাজধানী ত্রিপোলি থেকে ১২০ জন শরণার্থী ওই নৌকায় চেপে ইউরোপের উদ্দেশে রওনা দিয়ছিলেন। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে অন্তত ৯০০ জন শরণার্থীর প্রাণহানি হয়েছে।
  • ফাইজার সংস্থার করোনা প্রতিষেধক ৬টি দেশের যে ৪৩,৫০০ জন ব্যক্তির শরীরে দেওয়া হয়ছিল তাঁরা তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন বলে একটি রিপোর্টে জানা গেল। এদিক বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৩ লক্ষ (১৩,০৬,২৬৭ জন)। ৫,৩৫,৩৭,৩০১ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে ভারতের বসু ইন্টারন্যাশনাল সংস্থার থেকে আমদানি করা হিমায়িত সামুদ্রিক মাছের প্যাকেটের ওপর করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে দাবি করল চিন।
  • হোয়াইট হাউসের অভিজ্ঞতা নিয়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার লেখা ‘আ প্রমিসড ল্যান্ড‘ বইটি ১৭ অক্টোবর প্রকাশিত হবে বলে জানানো হল।
Advertisement

 

জাতীয়

  • জম্মুর পুঞ্চ এবং উত্তর কাশ্মীরের গুরেজ থেকে উরি র্পন্ত এলাকায় দফায়-দফায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। পাক রেঞ্জার্স-এর ছোড়া মর্টার ও গোলায় ভারতের ৪ জন সেনা, একজট বিএসএফ সাবইনস্পেক্টর এবং ৬ জন গ্রামবাসী নিহত হলেন। ভারতীয় সেনার প্রত্যাঘাতে ৯ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
  • সমুদ্র ঝড় ‘আমফানের’ তাণ্ডবে বাংলার যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণে ২৭০৭ কোটি টাকা অর্থ সাহায্য করল কেন্দ্রীয় সরকার। ওড়িশাকে দেওয়া হল ১২৮ কোটি টাকা। ‘নিসর্গ’ সাইক্লোনের ক্ষতিপূরণে মহারাষ্ট্রকে দেওয়া হল ২৬৮ কোটি টাকা।

 

বিবিধ

  • গত অক্টোবর মাসে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ৮৭১ কোটি ডলার। ওই মাসে রপ্তানি ৫.১২ শতাংশ ও আমদানি ১১.৫৩ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানানো হল।
  • ‘ইয়র্কশায়ার রিপার’ পিটার সাটক্লিফ (৭৪) প্রয়াত। ব্রিটেনের এই সিরিয়াল কিলার ১৯৭৪ সাল থকে ১৯৮০ সালের মধ্যে ১৩ জন মহিলাকে খুন করেছে।

 

খেলা

  • বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা ম্যাচে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ অমীমাংসিত থাকল (১-১)। এই ম্যাচে লিওনেল মেসি একটি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফরির সিদ্ধান্তে তা বাতিল করা হয়। আক্রমণের শুরুতে আর্জেন্টিনা একটি ফাউল করায় গোলটি বাতিল করা হল।

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 09:10:35
Privacy-Data & cookie usage: