কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ নভেম্বর ২০২০

schedule
2020-11-18 | 06:00h
update
2020-11-18 | 06:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ২০২১ সালের শীতকালের মধ্যে সমগ্র বিশ্ব করোনামুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার দাবি জানাল। এরই মধ্যে বিশ্বে ৫,৪৫,৪৪,৩১৩ জন সংক্রমিত হয়েছেন করোনায়। সুস্থ হয়ে উঠেছেন ৩৮০২৪২১৬ জন। প্রাণহানি হয়েছে ১৩,২১,৫৪৬ জনের।
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে পরাজয় অস্বীকার করে হোয়াইট হাউস থেকে মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করলেন রিপাবলিকান সমর্থকদের একাংশ। আর এই মিছিল প্রসঙ্গে ট্রাম্প নিজে বললেন দুর্নীতি আর ব্যালট চুরির এই নির্বাচনের প্রতি এদের কারও আস্থা নেই। প্রসঙ্গত মিশিগান, অ্যারিজোনা, পেনসিলভানিয়ায় রিপাবলিকানদের ভোট জালিয়াতির দাবিতে করা মামলা খারিজ হয়ে গেছে আর জর্জিয়ায় ট্রাম্প পরাস্তই হয়েছেন।

 

জাতীয়

  • বিহারে টানা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতীশ কুমার। বিজেপি জেডিইউ জীতন মাঝির নেতৃত্বাধীন হাম এবং মুখেশ সাহানির নেতৃত্বাধীন ভিআইপি দলের বৈঠকে জোটের নেতা হিসাবে নীতীশ কুমারকে বেছে নেওয়া হল।
  • অসমে তিনসুকিয়ার বাঘজানে অয়েল ইন্ডিয়ার জ্বলন্ত ৫ নম্বর গ্যাস কূপে আগুন নেভানো সম্ভব হল। প্রায় পাঁচ মাস জ্বলেছে কূপটি।
  • দেশে মোট ৮৮,১৪,৫৭৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানানো হল, প্রাণহানি হয়েছে ১,২৯,৬৩৫ জনের।
Advertisement

 

বিবিধ

  • প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একাধারে চিত্র ও নাট্য অভিনেতা, পরিচালক, কবিতাপাঠশিল্পী, কবি, সম্পাদক এই মানুষটির বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৪০ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। প্রথমে করোনায় আক্রান্ত হলেও পরে করোনামুক্ত হন। কিন্তু পাশাপাশি অন্যান্য অসুস্থতায় ক্রমশ শেষ হয় সব লড়াই। অতীতে ক্যান্সারে আক্রান্ত হলেও তা জয় করেছিলেন তিনি। এদিন গল্ফগ্রিনের বাসভবন, টেকনিশিয়ান স্টুডিও, রবীন্দ্র সদন ঘুরে তাঁর মরদেহ আনা হয় কেওড়াতলা মহাশ্মশানে। পথে অগণিত মানুষ শ্রদ্ধা জানান। গান স্যালুট দেওয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
  • ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ডাকনাম পুলু। তাঁর বাবা ও দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁর শৈশব কাটে কৃষ্ণনগরে। ১৯৫১ সালে হাওড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, পরে সিটি কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে স্নাতক। কৈশোর থেকেই প্রচুর নাটক করেছেন। ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত আকাশবাণীর ঘোষক হিসেবে কাজ করেন। প্রথম চলচ্চিত্র ‘অপুর সংসার’ (১৯৫৯)। এর পরের ৩৫ বছরে তিনি সত্যজিৎ রায় পরিচালিত ‘দেবী’, ‘অভিযান’, ‘অরণ্যের দিনরাত্রি’ সহ ১৪টি  ছবিতে অভিনয় করেন। আরও নানা পরিচালকের মিলিয়ে তিন শতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। শেষ ছবি অনীক দত্তর ‘বরুণ বাবুর বন্ধু’ (২০২০)। চলচ্চিত্রের পর্দায় তিনিই প্রথম ফেলুদা, সত্যজিতের আরও নানা ছবি ছারাও রয়েছে সরোজ দের ‘কোনি’, দীনেন গুপ্তর ‘বসন্ত বিলাপ’, তপন সিংহের ‘আতঙ্ক’, তরুণ মজুমদারের ‘গণদেবতা’, মৃণাল সেনের ‘পুনশ্চ’, গৌতম ঘোষের ‘দেখা’ প্রভৃতি। অজস্র কবিতা নাটক প্রবন্ধ লিখেছেন। ২০০৪ সালে পদ্মভূষণ, ২০১২ সালে ‘দাদাসাহেব ফালকে’ এবং সংগীত নাটক একাডেমি প্রদত্ত ‘টেগোর রত্ন’ পুরস্কার পান। তিনি ২০১৮ সালে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘লেজিয়ঁ দ্যো’’নর’ পান সৌমিত্র চট্টোপাধ্যায়। বেশ কয়েকবার বিএফজেএ এবং ২০০৬ সালে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পান তিনি। ‘জলপ্রপাতের ধারে দাঁড়াব বলে’, ‘পড়ে আছে চন্দনের চিতা’, ‘সায়ংকাল’ প্রভৃতি তাঁর লেখা কাব্যগ্রন্থ। তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। কন্যা পৌলোমী ও পুত্র সৌগত। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্গ বিভূষণ পান তিনি।

 

খেলা

  • ইতিহাস গড়লেন লুইস হ্যামিল্টন। এদিন তিনি তুরস্ক গ্রাঁপ্রি চ্যাম্পিয়ন হলেন। ৭ বার ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ জিতে তিনি মাইকেল শুমাখারের রেকর্ড স্পর্শ করলেন। এটি তাঁর কেরিয়ারে ৯৪তম প্রতিযোগিতায় জয়লাভ। সেটিও একটি নতুন বিশ্বরেকর্ড।
  • বুদাপেস্ট পেশাদার আন্তর্জাতিক সাঁতার লিগে ৫৫.৪৯ সেকেন্ডে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার কেটে নতুন বিশ্ব রেকর্ড করলেন ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 21:14:50
Privacy-Data & cookie usage: