আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে রওনা দিল বেসরকারি মহাকাশযান স্পেস এক্স। গত মে মাসে স্পেস এক্স যে দুজন মার্কিন নভশ্চরকে নিয়ে পাড়ি দিয়েছিল তা ছিল নাসার সঙ্গে যৌথ উদ্যোগ। এবার প্রথম তারা এককভাবে অভিযান সম্পন্ন করল। এই অভিযানের নাম ‘ক্রু-১ মিশন’। একে বলা হচ্ছে মহাকাশ ট্যাক্সি পরিষেবা। এই অভিযানের সমসীমা ২৭ ঘণ্টা। এই অভিযানে রয়েছেন জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সোউচি নোশুচি। এই নিয়ে তিনি তিনবার তিনধরনের রকেটে মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করলেন। এবার তাঁরা ফ্যালকন রকেটে চড়ে রওনা দিয়েছেন। উৎক্ষেপণের ৯ মিনিটের মধ্যে নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশ ট্যাক্সি।
- মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মর্ডানা দাবি করল, করোনা প্রতিরোধে তাদের প্রতিষেধক ৯৫ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ।
জাতীয়
- একটানা চতুর্থবার ও সবমিলিয়ে সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জে ডি (ইউ) নেতা নীতিশ কুমার। বিজেপি-র তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০,৫৪৮ জন। গত চার মাসে দৈনিক সংক্রমণে এটাই সর্বনিম্ন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪,৬৫,৪৭৮। এর আগে শেষবার ৩০ হাজারের কম সংক্রমণ হয়েছিল ১৪ জুলাই। এদিকে করোনা প্রতিরোধি নদী, পুকুর ও বড় জলাশয়ে বা তার পাড়ে ছট পুজো নিষিদ্ধ করল ঝাড়খণ্ড সরকার।
বিবিধ
- এদিন থেকে সংসদ ভবনের ক্যান্টিনের দায়িত্ব নিল ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট ফর্পোরেশন। এতদিন নর্দার্ন রেলওয়ে এই দায়িত্বে ছিল।
- জানা গেল, গত অক্টোবর মাসে দেশে পাইকারি বাজারদর বৃদ্ধির হার ছিল ১.৪৮ শতাংশ। আলুর দর বেড়েছে ১০৭.৭ শতাংশ।
খেলা
- উয়েফা নেশনস লিগ থেকে ছিটকে গেল ইংল্যান্ড। এদিন বেলজিয়াম ২-০ গোলে তাদের হারিয়ে দিল। এই গ্রুপেই ডেনমার্ক ২-১ গোলে হারাল আইসল্যান্ডকে।
- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার হয়ে ১৪৭টি ম্যাচে খেলেছেন তিনি। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্টিনা দলে খেলেছিলেন তিনি। বার্সোলোনা ক্লাবের হয়ে ২০৩টি ম্যাচ খেলেছিলেন।
লাইভ টিভি দেখুন:https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল