কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ নভেম্বর ২০২০

691
0

আন্তর্জাতিক

  • চিনের ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রকাশিত সংবাদ অনুযায়ী ২০১৯ সালের ১৭ নভেম্বর হুবেই প্রদেশের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি প্রথম নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তাকে বলা হয় পেশেন্ট জিরো। সেই হিসেবে এক বছর পূর্ণ করল এই সংক্রমণ। প্রথম প্রাণহানির ঘটনা ঘটে ২০২০ সালের ৯ জানুয়ারি। উহানের ৬১ বছর বয়সী একজন বাসিন্দা প্রথম করোনায় প্রাণ হারান। ভারতের কেরলে ৩০ জানুয়ারি প্রথম সংক্রমণের খোঁজ মেলে। ১১ মার্চ প্যান্ডেমিক ঘোষণা করা হয় করোনাকে। হু-এর এই ঘোষণার পরদিনই ভারতে প্রথম মৃত্যর ঘটনা ঘটে এই সংক্রমণে। এই এক বছরে চিনে ৪,৭৪২ জনের প্রাণহানি হয়েছে চিনে, সংক্রমিত হয়েছেন ৯১,৮৭২ জন। সংক্রমণের নিরিখে ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে তাদের ক্রম যথাক্রমে ৩৬তম ও ৬০তম। গোটা বিশ্বে ৫,৫৬,৭৮,১৬৩ জন সংক্রমিত হয়েছেন এবং ১৩,৩৮,০৮৮ জনের প্রাণহানি হয়েছে করোনায়। গত ১ মার্চ বিশ্বে করোনা সংক্রমণে প্রাণহানি হয়েছিল ১ লক্ষ। গত ২৮ সেপ্টেম্বর তা ১০ লক্ষের সীমা অতিক্রম করেছে।
  • নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেল স্পেস এক্স।

 

জাতীয়

  • প্রকাশিত হয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি তথা নোবেল শান্তি পুরস্কার জয়ী বরাক ওবামার আত্মজীবনীর প্রথম খণ্ড ‘আ প্রমিসড ল্যান্ড’। সেখানে ভারত প্রসঙ্গে বিস্তৃত আলোচনা রয়েছে। রয়েছে ছোট বেলাতেই রামায়ণ-মহাভারতের গল্প শুনে ভারতের প্রতি ভালবাসা জন্মানোর কথা।
  • বিএসএফ-এর কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করল সিবিআই। বাংলাদেশে গোরু পাচার দুর্নীতিতে এই গ্রেপ্তার বলে জানা গেছে।
  • ডিআরডিও-র দ্বারা নির্মিত ভূমি থেকে আকাশ কুইক অ্যাকশন মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল।
  • দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হলেন ২৯,১৬৩ জন। এর আগে শেষ বার ১৫ জুলাই ৩০ হাজারের নিচে নেমেছিল করোনা সংক্রমণ। এখন দেশে সক্রিয় রোগী ৪,৫৩,৪০১ জন। সুস্থতার হার ৯৩.৪২ শতাংশ, মৃত্যুহার ১.৪৭ শতাংশ।

 

বিবিধ

  • কবি অলোকরঞ্জন দাশগুপ্ত (৮৭) প্রয়াত হলেন। গত ৪ দশক ধরে তিনি জার্মানির বাসিন্দা। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতন তিনি। তার আগে অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
  • ৪৪ হাজারের মাইলফলক স্পর্শ করল শেয়ার সূচক সেনসেক্স। বাজার বন্ধের সময় তা ছিল ৪৩১৫২.৭১ অঙ্ক। ১২৮৭৪.২০ অঙ্কে উঠে নতুন নজির গড়ল শেয়ার সূচক নিফটিও।
  • বেসরকারি লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক থেকে গ্রাহকদর টাকা তোলার ঊর্ধ্বসীমা ঠিক করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আগামী এক মাসে ২৫ হাজার টাকার বেশি তোলা যাব না বলে জানানো হল।

 

খেলা

  • মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে আয়োজিত হবে ভারতে। ২০২০ সাল তা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাজনিত পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানাল ফিফা।
  • প্রাক্তন অলিম্পিয়ান হার্ডলার জগমোহন সিং (৮৮) প্রয়াত হলেন। ভারতীয় অ্যাথলেটিক্সে তিনিই সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ফিটনেস ট্রেনিংয়ের সূচনা করেছিলেন।

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল