কারেন্ট অ্যাফেয়ার্স ২০ নভেম্বর ২০২০

596
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনে লেবার পার্টির সাধারণ সদস্যপদ থেকে ইস্তফা ছিলেন লর্ড মেঘনাদ দেশাই। ৮০ বছরের এই লেখক রাজনীতিবিদ ৪৯ বছর নেতৃত্ব দিয়েছিলেন লেবার পার্টিকে। জাতিবিদ্বেষ মোকাবিলায় বর্তমান নেতৃত্ব ব্যর্থ— এই অভিযোগ করেছেন দেশাই। সাংসদ জেমস করবিন বিতর্কিত মন্তব্য করেও কোনো শাস্তি না পাওয়ায় তিনি এই পদক্ষেপ নিলেন। বিপরীত দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শীর্ষ উপদেষ্টা অ্যালেক্স অ্যালেনও ইস্তফা দিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আমলাদের ওপর ‘উৎপীড়ন’ চালালেও প্রধানমন্ত্রী প্রীতিকে আড়াল করছেন বলে তাঁর অভিযোগ।
  • বিতর্কিত ওয়েস্ট ব্যাঙ্ক সফর করলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। প্রসঙ্গত, ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে। প্রথম মার্কিন বিদেশ সচিব হিসাবে সেখানে পা রেখে পম্পেয়ো বলে দিলেন, ‘এই ভূখণ্ড ইজারায়েলের অবিচ্ছেদ্য অঙ্গ’।

 

জাতীয়

  • ভারতের আপত্তিতে সৌদি আরব তাদের ২০ রিয়াল ব্যাঙ্ক নোটটি বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিল। নতুন করে চাপানোও হবে না নোটটি। জি২০ সভার সময় তারা এই নোট প্রকাশ করেছিল। সেখানে ভারতের বিকৃত মানচিত্র ছাপা হয়েছিল।
  • করোনা প্রতিরোধে রাজস্থান সরকার রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিল। এদিকে দীর্ঘদিন পর দেশে দৈনিক সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা ছাপিয়ে গেল দৈনিক সংক্রমিতের সংখ্যা। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ছুঁল ৯০ লক্ষ (৯০,০৪,৩৬৫)।

 

বিবিধ

  • বুকার পুরস্কার জিতলেন ডগলাস স্টুয়ার্ট। জীবনের প্রথম উপন্যাস ‘শগি বেন’-এর জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। আটের দশকের পটভূমিতে একটি শ্রমিক পরিবারের বেঁচে থাকার বর্ণনা রয়েছে এই উপন্যাসে।

 

খেলা

  • গোয়ায় শুরু হল ১১ দলের ফুটবল প্রতিযোগিতা আইএসএল। প্রথম ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হারাল কেরল ব্লাস্টার্স। গোলটি করলেন রয় কৃষ্ণ।

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল