কারেন্ট অ্যাফেয়ার্স ২১ নভেম্বর ২০২০

642
0

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের রাজধানী কাবুলের ঘন বসতিপূর্ণ এলাকায় পর-পর ২৩টি রকেট ছুড়ল সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় ৮ জনের মৃত্যু হল। ঘটনার দায়িত্ব স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গিরা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানোর ঘোষণার পর-পরই এই হামলা চালানো হল। গত ৬ মাসে এ দেশে ১২৫০টি বিস্ফোরণ ও ৫৩টি আত্মঘাতী হামলায় ১২১০ জনের মৃত্যু হয়েছ। আইএস এবং তালিবান উভয় জঙ্গিগোষ্ঠীই হামলা চালিয়েছে।
  • বিশ্বে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি মানুষ (৪,০৩,৭০,৪১৫ জন)। মোট ৫,৮৩,১৬,৪০৯ জন সংক্রমিত হয়েছেন, প্রাণহানি হয়েছে ১৩,৮৪,১৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ২,২০০ জনের প্রাণহানি হয়েছে করোনায়। এদিকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা (হু) করোনায় ব্যবহারযোগ্য ওষুধের তালিকা থেকে রোডেসিভিয়ার নাম বাদ দিল।

 

জাতীয়

  • জম্মুর নাগরোটায় জইশ–ই-মহম্মদের ৪ জঙ্গির কাছ থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় নয়াদিল্লিতে পাক দূতাবাসের শার্জ দ্যো’ফ্যারকে তলব করে এই নাশকতায় পাকিস্তানের পৃষ্ঠপোষকতার প্রমাণ তুলে দিল ভারত। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করল।
  • দেশে ৯০ লক্ষ জন করোনায় সংক্রমিত হলেন (৯০,৫০,৫৯৭ জন)। মোট প্রাণহানির সংখ্য ১,৩২,৭২৬। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪,৩৯,৭৪৭।

 

বিবিধ

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী ফার্স্ট লেডি জিন বাইডেনের নীতি নির্ধারণের উপদেষ্টা হিসাবে ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগাকে নিযুক্ত করা হল। পেশায় আইনজীবী মালা ২০০৮ সালে বারাক ওবামার প্রচার শিবিরে যোগ দিয়েছিলেন।
  • বঙ্গ তনয়া মেঘা মজুমদারের ‘আ বার্নিং’ গ্রন্থটি মার্কিন যুক্তরাষ্ট্রে বেস্ট সেলার গ্রন্থ তালিকার তৃতীয় স্থানে উঠে এল। উপন্যাসটি কলকাতার প্রেক্ষাপটে লেখা।

 

খেলা

  • লন্ডনে মাত্র আট জন টেনিস খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছিল বছরের শেষ এটিপি ফাইনালস প্রতিযোগিতা। এই সেমিফাইনালে যথাক্রমে উঠলেন রাফায়েল নাদাল, ড্যানিয়েল মেদভেদেভ, দমিনিক থিম এবং নোভাক জোকোভিচ। আইএসএল-এর ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেড ১-০ গোলে হারিয়ে দিল মুম্বই সিটিএফসিকে।
  • বুন্দেশলিগায় ভালো খেলার সুবাদে ২০২০ সালের গোল্ডেন বয় পুরস্কার জয়ী হলেন বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং ইংল্যান্ড।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল