কারেন্ট অ্যাফেয়ার্স ২২ নভেম্বর ২০২০

schedule
2020-11-24 | 07:38h
update
2020-11-24 | 07:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইরাকে সন্ত্রাসবাদী হামলা চালাল ইসলামিক স্টেট জঙ্গিরা। এই হামলায় ৬ জন নিরাপত্তা রক্ষী ও ৩ জন নাগরিকের মৃত্যু হল। ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানোর ঘোষণার পরই লাগাতার জঙ্গিহানা শুরু হয়েছে। এরই মধ্যে দোহায় আফগান প্রশাসন ও তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করলেন তিব্বত সরকারের রাষ্ট্রপতি লবসাং সঙ্গে। গত ছয় দশকে এই প্রথম তিব্বত সরকারের প্রধান হোয়াইট হাউসে গেলেন। প্রসঙ্গত, চিন এই সরকারের অস্তিত্ব মানে না।
  • বিশ্বে করোনায় মোট ৫,৮৮,৭৮,৮৪৭ জন সংক্রমিত হয়েছেন। মোট ১৩,৯২,১০৪ জনের প্রাণহানি হয়েছে।
Advertisement

 

জাতীয়

  • কাশ্মীরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান পেলেন রাজস্থানের মেহলুর বাসিন্দা শুভম যাদব। এই প্রথম কোনা অমুসলিম প্রার্থী এই প্রবেশিকায় প্রথম স্থান পেলেন। ২১ বছরের শুভম দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনের স্নাতক হয়েছেন আগেই।

 

বিবিধ

  • অস্ট্রেলিয়ার ক্রম উপকূলে হাঙরের কামড়ে প্রাণ হারালেন এক পর্যটক। এ বছর এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ২২ জন।
  • ভারতের রিজার্ভ ব্যাঙ্কের টুইটার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করে গেল। বিশ্বের মধ্যে জনপ্রিয়তম শীর্ষ ব্যাঙ্ক এখন তারাই। মার্কিন যুক্তরাষ্ট্রর ফেডারেল রিজার্ভের ফলোয়ার ৬.৬৭ লক্ষ।

 

খেলা

  • আইএসএলে বেঙ্গালুরু এফসি–এফসি গোয়ার ম্যাচ ২-২ গোলে ড্র হল। প্রথমে দু গোলে বেঙ্গালুরু এগিয়ে ছিল। ইগার অ্যাঙ্গুলো জোড়া গোল করে সমতা ফেরালেন।
  • লন্ডন এটিপি ফাইনালসের সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারালেন ডমিনিক থিম। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের চার ক্রমের কোনো টেনিস খেলোয়াড় এই প্রথম সেমিফাইনালে উঠেছিলেন।

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 09:47:34
Privacy-Data & cookie usage: