কারেন্ট অ্যাফেয়ার্স ৪ এপ্রিল ২০২৪

227
0
Current Affairs 4th April

আন্তর্জাতিক
  • তাইওয়ানে ৩ এপ্রিল অনুভূত হয়েছিল বড় মাপের ভূমিকম্প। রিখটার স্কেল অনুযায়ী তার তীব্রতা ছিল ৭.৪। তার এক দিনের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপানের পূর্ব দিকের বিভিন্ন অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে । রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩।
  • ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সেনাবাহিনী রেভলিউশনারি গার্ড-এর সদর দপ্তরে হামলা চালালো জঙ্গিরা। রাস্ক শহরে অবস্থিত এই দপ্তর নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছিল জঙ্গিরা। এই হামলায় অন্তত ১১ জন সেনা কর্মী নিহত হয়েছেন। জঙ্গিদের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  চাবাহার শহরেও সেনাবাহিনীর দপ্তরে হামলা চালায় জঙ্গীরা। সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। জইস আল আদল জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে বলা হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তান -আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এই প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে মাদক পাচারকারী ও জঙ্গিদের সংঘর্ষে ঘটে প্রায়শই।
  • ব্রিটেনে পালাবদল কি আসন্ন? আসন্ন নির্বাচনে কি হেরে যাবেন ঋষি সুনক? একটি প্রাক নির্বাচনী সমীক্ষা সেই জল্পনাই উস্কে দিল। প্রসঙ্গত, গত ১৫ বছর ধরে ব্রিটেনে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। এবার লেবার পার্টির পালে হাওয়া লাগতে পারে বলে ইঙ্গিত মিলেছে নির্বাচনী সমীক্ষায়।
 জাতীয়
  • সন্দেশখালিতে মহিলাদের প্রতি নির্যাতন বিষয়ে যে সকল অভিযোগ দায়ের হয়েছে তার এক শতাংশও সত্যি প্রমাণিত হলে তা হবে লজ্জার। একটি মামলার সূত্রে এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগনম।
  • দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ এর কেজরিওয়ালকে সরিয়ে দেওয়ার জন্য একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। এই নিয়ে অনুরূপ তিনটি মামলা খারিজ করলো দিল্লি হাইকোর্ট। এক্ষেত্রে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, গণতন্ত্রকে তার নিজের ছন্দে চলতে দেওয়াই ভালো। এই বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলে মন্তব্য করেছে আদালত।
  • ১৬ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল দু বছরের খুদে শিশু। এই ঘটনা ঘটেছিল কর্নাটকের লাচনায়া এলাকায়। অবশেষে কুড়ি ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
খেলা
  • আই এস এল প্রতিযোগিতায় চেন্নাইয়িন এফসি ২-১ গোলে হারিয়ে দিল জামশেদপুর এফসিকে।
বিবিধ
  • এশিয়ার শ্রেষ্ঠ ১০০ জন বিজ্ঞানীর মধ্যে ভারতীয় বিজ্ঞানীর সংখ্যা ১৭ জন। আর তার মধ্যে রয়েছেন দুজন বাঙালি বিজ্ঞানীও। তাঁরা হলেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এর ডিরেক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং খড়গপুর আইআইটি’র অধ্যাপক সুমন চক্রবর্তী। প্রসঙ্গত, এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন ২০১৬ সাল থেকে প্রতি বছরই এশিয়ার শ্রেষ্ঠ একশ জন বিজ্ঞানীর নাম প্রকাশ করছে, যাঁরা  অসামান্য কাজ করেছেন।
  • মার্চ মাসে দেশের পরিষেবা ক্ষেত্রের সূচক পারচেজিং ম্যানেজার ইনডেক্স বৃদ্ধি পেয়ে হয়েছে ৬১.২। এই সূচক গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এই সূচক পঞ্চাশ মান ছাড়িয়ে যাওয়ার অর্থ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত হয়েছে।
  • বিশ্বব্যাংকের আর্থিক পরামর্শদাতা কমিটিতে যোগ দেওয়ার ডাক পেলেন ভারতে প্রধানমন্ত্রীর অন্যতম আর্থিক পরামর্শদাতা রাকেশ মোহন।
  • পশ্চিমবঙ্গে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের মার্কসিটে পার্সেন্টাইল দেওয়া থাকবে। মোট নম্বরে পার্সেন্টাইল যেমন থাকবে তেমনি প্রতিটি বিষয়ের জন্যও পারসেন্টাইল থাকবে। প্রসঙ্গত, কোন পরীক্ষায় পূর্ণ মানের মধ্যে যা সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তাকে একশ শতাংশ ধরে পার্সেন্টাইল নির্ধারণ করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর র‍্যাঙ্ক বোঝা সহজতর হয়।
  • কলকাতা ও হলদিয়া বন্দরে সদ্য সমাপ্ত ২০২৩২৪ অর্থবর্ষে ৬ কোটি ৬৪ লক্ষ টন পণ্য পরিবহন হয়েছে, এর ফলে ব হয়ন্দর সংস্থার নীট লাভ হয়েছে ৫০১ কোটি ৭৩ লক্ষ টাকা। এটি একটি রেকর্ড।