আন্তর্জাতিক
- সিরিয়ার ইদলিব শহরে আল সাম সন্ত্রাসবাদি গোষ্ঠীর হাতে নিহত হয়েছেন ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর প্রধান আবু আল হুসেন আল হোসেনি আল কুরেসি। তিনি আইএস জঙ্গিগোষ্ঠীর চতুর্থ প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। যে গোষ্ঠীর হামলায় তার মৃত্যু হয়েছে তারা আল-কায়েদার অন্যতম ছায়া সংগঠন। বছর দশেক আগে এই আল কায়দা থেকেই বিচ্ছিন্ন হয়ে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী তৈরি করা হয়েছিল। এর আগে তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইপ এর্ডয়ান দাবি করেছিলেন, তুর্ক সেনার হাতেই মৃত্যু হয়েছে আল কুরেসির।
- কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌসেনা ঘাঁটি এবং ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সেনাঘাঁটিতে হামলা চালালো ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন। এর আগে ইউক্রেন ও রাশিয়া চুক্তিবদ্ধ হয়েছিল যে কেউ কারোর জাহাজে হামলা চালাবে না। চুক্তি ভেঙ্গে রাশিয়াই আগে বেরিয়ে গিয়েছিল। একটি জাহাজে যাত্রীবিহীন নৌকায় বিস্ফোরক রেখে হামলা চালানো হয় এদিন। তবে রাশিয়ার দাবি ওই হামলা নিষ্ক্রিয় করা গেছে।
জাতীয়
- বারাণসীর জ্ঞানবাপি মসজিদে খনন কার্য না করে বিজ্ঞানসম্মত সমীক্ষার কাজ ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ চালিয়ে যেতে পারবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল জ্ঞানবাপি মসজিদ কমিটি।
- ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারে নীরব মোদী, ললিত মোদী প্রমুখদের প্রসঙ্গে বলতে গিয়ে মোদী পদবি নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। এরপর সুরাটের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্ট একটি মানহানির মামলার রায়ে রাহুল গান্ধিকে দু বছরের কারাদন্ড দেন। এই নির্দেশের ২৪ ঘন্টার মধ্যে তাঁর লোকসভার সাংসদ পদ খারিজ হয়ে যায়। এদিন সুপ্রিম কোর্ট সুরাট আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে। বলা হয়েছে মানহানির মামলায় সর্বোচ্চ সাজা আদালত দিলেও তার কারণ ব্যাখ্যা করেনি।
- দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণার গতি বাড়াতে লোকসভায় ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল আনল কেন্দ্রীয় সরকার। এই বিলে বলা হয়েছে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের সভাপতি হবেন প্রধানমন্ত্রী, সহ-সভাপতি থাকবেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সদস্য হিসাবে থাকবেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান বিষয়ক মুখ্য উপদেষ্টা। এছাড়াও সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মন্ত্রকের সচিবরা।
- মনিপুরে সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটেলয়নের অস্ত্রাগারে হামলা চালালো জনতা। উত্তেজিত জনতা সেখান থেকে একে ৪৭, রাইফেল, কারবাইন, পিস্তল, জিএফ রাইফেল এসএলআর গান এবং উনিশ হাজার রাউন্ডেরও বেশি বুলেট লুট করে নিয়ে যায়।। মনিপুরের অন্যত্র একজন পুলিশ কর্মীকে হত্যা করেছে বিক্ষোভকারীরা। এ পর্যন্ত সাম্প্রতিক হিংসায় মনিপুরে চার হাজার অস্ত্র এবং এক লক্ষের বেশি কার্তুজ লুট হয়েছে।
- মধ্যপ্রদেশের সিংড়াউলিতে একজন আদিবাসী যুবকের ওপর এক বিধায়ক পুত্র গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠল। সেখানকার বিধায়ক রাম লাল্লু বৈশ্যের ছেলে বিবেকানন্দ বৈশ্য গুলি চালায় বলে অভিযোগ। এক বছর আগেও একজন বনরক্ষীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত হয়েছিল সে।
খেলা
- এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ভারত জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করল। ভারতের হয়ে গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং।
- বিশ্ব তীরন্দাজিতে সোনার পদক জিতল ভারত। এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতল দেশ। ১৯৮১ সালে প্রথমবার তীরন্দাজির বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল ভারত। তারপর বিভিন্ন ইভেন্টে পদক জিতলেও কোনদিন সোনার পদক আসেনি ভারতে। এদিন মেয়েদের কম্পাউন্ড বিভাগে জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী, পরনীত কৌর, দেশকে সোনার পদক এনে দিলেন। হারালেন শীর্ষ বাছাই মেক্সিকোকে।
বিবিধ
- মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে সামনের জানুয়ারি মাস থেকে ৬৬০ মেগা ওয়াটের সুপার ক্রিটিকাল কেন্দ্র চালু করবে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম। এছাড়াও পাঞ্চেত এবং পাহাড় এলাকায় ২৫০০ মেগা ওয়াটের দুটি প্রকল্প গড়া হবে। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন একথা জানিয়েছেন। তিনি এদিন সাগরদিঘি তাপ বিদ্যুৎ প্রকল্পের ছাই মিশ্রিত জল পুনরায় ব্যবহার প্রকল্পের উদ্বোধন করলেন। দেশে এই নিয়ে দ্বিতীয় কোন তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে অনুরূপ ব্যবস্থা নেওয়া হল।