কারেন্ট অ্যাফেয়ার্স ৪ অগস্ট ২০২৪

184
0
Current Affairs 4th August

আন্তর্জাতিক
  • বাংলাদেশে আন্দোলনকারী এবং পুলিশের সংঘর্ষে ১৪ জন পুলিশ সহ ৯৭ জন নিহত হলেন। বহু জায়গায় শাসক দল আওয়ামি লিগের সঙ্গেও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এদিন ছিল আন্দোলনকারীদের ডাকা সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার প্রথম দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা বাংলাদেশেই কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট, ফোর জি পরিষেবা এবং সমস্ত সামাজিক মাধ্যম। আন্দোলনের নামে প্রায় সব জায়গাতেই হিংসাত্মক হামলা চালানো হয়েছে। বাংলাদেশ প্রশাসনের সন্দেহ, এই ঘটনার পিছনে ঢাকায় পাকিস্তানের দূতাবাসের প্রত্যক্ষ মদত রয়েছে। ছাত্রদের পরিবর্তে আন্দোলনের নিয়ন্ত্রণ জঙ্গি সংগঠন জামাতের হাতে চলে গিয়েছে বলে জানিয়েছে ঢাকা প্রশাসন।
  • ক্রিমিয়াতে নোঙ্গর করা রাশিয়ার ডুবোজাহাজ রোস্তভ অন ডন ক্ষেপণাস্ত্র ছুড়ে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করল ইউক্রেনের সেনা।
জাতীয়
  • কেরালার ওয়েনার, জেলায় ধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৬১। এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ। চেলিয়ার নদী থেকে রোজই উদ্ধার হচ্ছে মৃতদেহ।
খেলা
  • প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছল ভারতীয় পুরুষদের হকি দল এ দিন তারা টাইব্রেকারে গ্রেট ব্রিটেনকে হারিয়ে দিল। ভারতের এই জয়ে অসামান্য ভূমিকা নিয়েছেন গোলরক্ষক পি আর শ্রীজেশ। পুল বি তে ভারত রানার আপ হয়েছে। তারা পৌঁছল সেমিফাইনালে।এদিন অন্যান্য ইভেন্টে ভারতের জন্য অবশ্য ভালো কোন খবর আসেনি। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গেল সেমিফাইনালে হেরে গেলেন ভারতের লক্ষ্য সেন। বক্সিংয়ে মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পরাস্ত হলেন ভারতের নিখাত জারিন। অন্যদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোয়া লাইলস। মাত্র ০.০০৫ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হয়ে রুপো জিতলেন জামাইকার কিসানে থমসন। অন্যদিকে টেনিসে পুরুষদের সিঙ্গেলসে সোনা জিতলেন নোভাক জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম এর মালিক হলেও সোনা অধরা ছিল তাঁর কাছে। তিনি পাঁচ পাঁচবার অলিম্পিকে অংশ নিয়ে অবশেষে সোনার পদক পেলেন। ৩৭ বছর বয়সে নোভাক জোকোভিচ সবথেকে বেশি বয়সে অলিম্পিক টেনিস সিঙ্গেলসে সোনার পদক জেতার রেকর্ড করলেন।
  • কলম্বোয় শ্রীলঙ্কার সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে পড়লো ০-১ ব্যবধানে। এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হেরে গেল ৩২ রানে। প্রথম ম্যাচটি তাই হয়েছিল।
বিবিধ
  • এক বছর আগে মুক্তি পেয়েছিল মুম্বইয়ের হিন্দি চলচ্চিত্র গদর ২। এবার ওই ছবিটির সাংকেতিক ভাষায় তৈরি নতুন একটি সংস্করণ দর্শকদের জন্য বের করা হলো। যে সকল মানুষের শ্রবণ সমস্যা রয়েছে তাঁরা সাংকেতিক ভাষার মাধ্যমে এই ছবিটির বিষয়বস্তু বুঝতে পারবেন।
  • আজ থেকে ১৪০ কোটি বছর আগে পৃথিবীর দিন হত ১৮ ঘণ্টায়। আরো কুড়ি কোটি বছর পর দিনের সময় বাড়তে বাড়তে বেড়ে হবে ২৫ ঘন্টা। মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
  • কলকাতায় শরৎচন্দ্র বসু স্মারক বক্তৃতা দিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অন্যতম উপদেষ্টা অধ্যাপক তোমোহিকো তানিগুচি।