আন্তর্জাতিক
- আস্থা ভোটে হেরে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ের। অকাল ভোটে জিতে তিন মাস আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। সেখানকার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বামপন্থী এবং অতি দক্ষিণপন্থী সদস্যরা বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। অনাস্থা জানান ৩৩১ জন সদস্য। তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের কাছে পদত্যাগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
- ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইউরোপীয়ান স্পেস এজেন্সি প্রোবা-৩ নামে মহাকাশ যান পাঠাচ্ছে। শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি সি-৫৯ রকেটে চেপে মহাশূন্যে পাড়ি দিল প্রোবা-৩। প্রোবা-৩ আসলে দুটি মহাকাশ যানের সমষ্টি। এর আগে গত বছর পাড়ি দিয়েছিল আদিত্য এল-১। এখন দেখার এই মহাকাশযান সৌর জগতের কী সংবাদ দেয়।
- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে বিশ্বের নানা মহলে নিন্দে জানানো হচ্ছে। ভারতে সভাসমিতি মিছিল শুরু হয়েছে প্রতিবাদে। আগরতলায় বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার ত্রিপুরায় উপ-দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দেশ
- কর্মস্থলে মহিলাদের উপর যৌন হেনস্থা রুখতে দেশব্যাপী জোরদার ভাবে আইন রূপায়ণ করার পথে বার্তা দিল সুপ্রিম কোর্ট। বেশ কিছু পদক্ষেপ নেওয়ারও কথা বলা হয়েছে। মহিলাদের উপর যৌন হেনস্থা আটকাতে সব সরকারি দফতর ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করার কথা বলা হয়েছে। তৈরি করত হবে শি বক্স পোর্টাল, যেখানে মহিলারা অভিযোগ জানাতে পারবেন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অব উম্যান অ্যাট ওয়র্কপ্লেস-এর হেনস্থা রুখতে স্থানীয় অভিযোগ কমিটি গঠনের কথাও বলা হয়েছে।
- রাজধানীর পথে ফের কৃষকরা। নিজেদের বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে কৃষকরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আলোচনার কথা ভাবেছন। অন্য দিকে ফের দিল্লি সীমান্তে কৃষকরা ব্যারিকেড করে পথ অবরোধ করছেন।
খেলা
- জুনয়ির এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হল ভারত। প্রথমে গোল করে পাকিস্তান এগিয়ে গেলেও পরে ভারত আধিপত্য বিস্তার করে জয়ী হয়।
- আশা জাগিয়েও দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে দোমারাজ্জু গুকেশ আর ডিং লিরেনের আট নম্বর ম্যাচও ড্র হল। টানা পাঁচ ম্যাচের মীমাংসা হল না।
বিবিধ
- অসমে প্রকাশ্যে গো-মাংস খাওয়া যাবে না। এ বিষয়ে কড়া আইন আনল অসম সরকার। কোনো জনবহুল স্থানে গোমাংস পরিবশন করা যাবে না। হিন্দু ধর্মস্থানগুলির আশেপাশে গোমাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গোমাংস বিক্রি করা যাবে না।
- দেশের আয়কর ব্যবস্থাকে সরল করার পথে নামল কেন্দ্রীয় সরকার। নতুন কর কাঠামো চালু করেছে কেন্দ্র।