বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে ৩০০ আসনের জন্য প্রাথমিকভাবে ২৭১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র পেশ করেছিলেন। তার মধ্যে ১৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে জানালো সে দেশের নির্বাচন কমিশনা। যদিও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের দাবিতে অনড় । তারা লাগাতার ধর্মঘট এবং অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যদিও তাতে জনজীবনে প্রভাব পড়ছে না বললেই চলে।
গাজা ভূখণ্ড জুড়ে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আকাশপথে হামলা সমানেই চলছে। হামাস এবং ইজরায়েলের মধ্যে এই যুদ্ধে এখনো পর্যন্ত অন্তত পক্ষে ১৫৮৯৯ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের তথ্য, গাজায় প্রতি পাঁচ জন মানুষের মধ্যে চারজনই গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে রয়েছেন।
জাতীয়
বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় মিগজিয়াম এর প্রভাবে দক্ষিণ ভারত বিপর্যস্ত হয়ে পড়ল। বিশেষত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রবল বর্ষণ হয়েছে। চেন্নাইয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চেন্নাই শহরে গত ৭০-৮০ বছরের মধ্যে এমন বৃষ্টি হয়নি। চেন্নাই বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন।
মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল। ৪০ আসনের মধ্যে ২৭টিতে জয় পেল জেড পি এম। মিজোরামে গত ৩০ বছরের প্রথা ছিল, হয় কংগ্রেস নয় এম এন এফ জিতবে। এবার প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রাক্তন দেহরক্ষী লালডুমোহাই- এর নেতৃত্বে জেড পি এম ক্ষমতা দখল করেছে।
গত মে মাসে মনিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। দীর্ঘ সাত মাস পর এদিন সেখানে চালু হল ইন্টারনেট। আর এদিনই পুনরায় ভয়াবহ সংঘর্ষ হল টেংনৌপাল জেলায় এই সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। আপাতত ১৩ টি দেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, কুকি সম্প্রদায়ের গ্রামে হামলা চালায় মেইতেইদের সশস্ত্র বাহিনী।
প্রাথমিক টেট ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানালো।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২২ সালে দেশের প্রধান শহরগুলির মধ্যে সবথেকে নিরাপদ হিসেবে চিহ্নিত হলো কলকাতা।
খেলা
আইএসএলে বড় জয় পেল ইস্টবেঙ্গল। এদিন তারা নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল। আই এস এল -এর ইতিহাসে ইস্টবেঙ্গলের এটাই সবথেকে বড় জয়।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ডলারের নোটে ভিভ রিচার্ডের ছবি ছাপা হচ্ছে। দুই ডলারের নোটে তাঁর ছবি ছাপার সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক।
বিবিধ
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা -এর মধ্যে অবস্থান করছে ইন্দোনেশিয়া। সে দেশে আগ্নেয়গিরির সংখ্যা ১২৭। এইরকমই একটি আগ্নেয়গিরি পশ্চিম সুমাত্রার মারাপি। সেখানে পাহাড়ে চড়ার সময় হঠাৎ অগ্নুৎপাত শুরু হয়। এতে ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ ১২ জন। উদ্ধার করা সম্ভব হয়েছে ৪৯ জনকে।
২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৭.৪০ লক্ষ কোটি টাকার দু হাজার টাকার নোট ছাপা হয়েছিল। এজন্য খরচ হয়েছে ১৭ হাজার ৬৮৮ কোটি টাকা। এছাড়াও এটিএমগুলিতে পরিকাঠামো পরিবর্তনের খরচ হয়েছিল ৩২.২০ কোটি টাকা।
লস এঞ্জেলসে অস্কার বোর্ড আয়োজিত একাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠানে অংশ নিলেন দীপিকা পাড়ুকোন। এই প্রথম কোন ভারতীয় একাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন।