কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ফেব্রুয়ারি ২০২৪

297
0
Current Affairs 4th February

আন্তর্জাতিক
  • চিলিতে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দেশের মধ্যভাগে ভালপারাইশো এলাকায় এই দাবানলে এখনো পর্যন্ত ৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মাত্র দু’দিনের মধ্যে ৩০ হাজার হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে এই দাবানল। প্রসঙ্গত, চিলিতে প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটে। গত বছর সেখানে দাবানলে ২৭ জনের প্রাণ হানি হয়েছিল।
  • ইয়েমেনের ১৩ টি অঞ্চলে অন্তত ৩৬ টি হুথি জঙ্গি ঘাঁটিতে আকাশপথে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সেনার যৌথ বাহিনী। সমুদ্রপথে পণ্যবাহী জাহাজগুলির ওপর হুথি জঙ্গীরা সশস্ত্র হামলা চালাচ্ছিল। এভাবে তারা ইজরায়েলের হানাদারির প্রতিবাদে সরব হয়েছিল। পরে তারা জর্ডনে মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালায়। তারই ফলশ্রুতিতে যৌথ বাহিনীর এই প্রত্যাঘাত বলে জানা গেছে।
  • চলতি বছরের নভেম্বর মাসে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। সেখানে পুনরায় রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিন সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে তিনি ডেমোক্র্যাটদের দলীয় নির্বাচনে ৯৬ শতাংশের বেশি ভোট পেলেন।
জাতীয়
  • উত্তরপ্রদেশের মিরাট থেকে ভারতীয় দূতাবাসের কর্মী সত্যেন্দ্র শিওয়ালকে গ্রেফতার করলো উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা। শিওয়াল ২০২১ সাল থেকে মস্কোয় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা সহকারী পদে চাকরি করতেন। তিনি অর্থের বিনিময়ে বিভিন্ন গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ।
খেলা
  • ষাট বছর পর পাকিস্তানে টেনিস খেলতে গিয়ে জিতে ফিরছে ভারত। ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে অফ টাইয়ে ভারত ৪-০ ব্যবধানে হারিয়ে দিল পাকিস্তানকে। মোট পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল তবে ভারতের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় আর পঞ্চম ম্যাচটি খেলা হয়নি। এই নিয়ে ডেভিস কাপে মোট আটবার পাকিস্তানের মুখোমুখি হয়ে আটবারই জয়ী হল ভারত।
  • বিশাখাপত্তনম টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হলো ২৫৫ রানে। ভারতের হয়ে শতরান করলেন শুভমান গিল। এটি তাঁর তৃতীয় টেস্ট শতরান। ১১ মাস পর ফের টেস্টে শতরান পেলেন তিনি। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৯৬ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৫৩ রান। দ্বিতীয় ইনিংসে তাদের এক উইকেট হারিয়ে সংগ্রহ ৬৭ রান।
  • রঞ্জি ট্রফির ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে মুম্বই-এর কাছে ইনিংস ও ৪ রানে হেরে গেল বাংলা। প্রথমে ব্যাট করে ৪১২ রান তুলেছিল মুম্বই। সেখানে বাংলা প্রথম ইনিংসে ১৯৯ এবং ফলো অনে দ্বিতীয় ইনিংসে তোলে ২০৯ রান।
বিবিধ
  • সচেতনতার শপথ নিয়ে দেশজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস। প্রসঙ্গত, বিশ্বে প্রতিদিন ২৬,৩০০ মানুষের প্রাণ কেড়ে নেয় ক্যান্সার। সারা বছরে সংখ্যাটা এক কোটির বেশি। ভারতে প্রতি ১০ হাজার জনের মধ্যে একজনের ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতে সবথেকে বেশি ক্যান্সার আক্রান্ত রয়েছেন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে। ২০২৩ সালে পশ্চিমবঙ্গে নতুন করে ক্যান্সারের সংক্রমণ ধরা পড়েছে ১ লক্ষ ১৩ হাজার জনের।
  • আড়াইশো বছর পূর্ণ করল কলকাতার জিপিও। এই ঘটনা স্মরণীয় করে রাখতে জিপিও কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষের মধ্যে জিপিওকে নিয়ে ছবি আঁকা, ফটোগ্রাফি এবং ভাস্কর্য প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে।