কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুলাই ২০২৩

416
0
Current Affairs 4th July

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় খালিস্তানি জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। এই নিয়ে গত পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতীয় দূতাবাসে অগ্নিসংযোগ করা হলো। কানাডায় আগামী ৮ জুলাই ফ্রিডম মিছিলের ডাক দিয়েছে খালিস্তানি জঙ্গিরা। তারা ভারতীয় কূটনীতিকদের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে নিশানা করছে। এই বিষয়ে নয়া দিল্লিতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে উদ্বেগের কথা জানিয়েছে নয়া দিল্লি।
  • সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর রাষ্ট্রনায়কেরা ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পশ্চিমী দেশগুলিকে কড়া বার্তা দিলেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কঠোর বার্তা দিলেন। এই আন্তর্জাতিক মঞ্চে রয়েছে চিন, ভারত, রাশিয়া,ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তান ও কিরঘিজস্তান।
জাতীয়
  • ২০২১ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, ২০২২ সালের স্বধীনতা দিবস থেকে ২০৪৭ সাল পর্যন্ত সময়কে অমৃতকাল বলে মানা হবে। স্বাধীনতার শতবর্ষ পালনের জন্য এই পরিকল্পনা প্রকাশ করেছিলেন তিনি। এদিন অন্ধ্রপ্রদেশের পুত্তাপূর্তি গ্লোবাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মোদি জানিয়েছেন অমৃত কাল নাম পরিবর্তন করে কর্তব্যকাল রাখা হচ্ছে।
খেলা
  • সাফ কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। এদিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত সাডেন ডেথে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে দিল কুয়েতকে। অতিরিক্ত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। এই নিয়ে নবম বার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল ভারত। প্রসঙ্গত, এবছর লেবানন ও কুয়েতকে এই খেলায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। চার বার মুখোমুখি সাক্ষাতে ভারত এই প্রথম কুয়েতকে পরাস্ত করল। ২০১০ সালে আবু ধাবিতে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে এই কুয়েতের কাছেই ভারত ১-৯ গোলে হার মেনেছিল। ১৯৭৮ সালে এশিয়ান গেমসেও কুয়েতের কাছে ১-৬ গোলে হেরেছিল ভারত। চলতি প্রতিযোগিতায় গ্রুপ পর্বে কুয়েত ভারত ম্যাচ ড্র হয়েছিল। এই প্রতিযোগিতায় ভারতকে জিততে সাহায্য করলো অধিনায়ক সুনীল ছেত্রী ও গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধুর অসামান্য পারফরম্যান্স। দলের কোচ ইভার স্টিমাচ সেমিফাইনাল ও ফাইনালে মাঠে থাকতে পারেননি।
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের নাম চূড়ান্ত করল বিসিসিআই। তিনি পরবর্তী নির্বাচক কমিটির বৈঠক থেকেই চেয়ারম্যান হিসাবে কাজ করবেন। ২৬ টি টেস্ট এবং ১৫১ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।
  • কলকাতার মোহনবাগান মাঠে পেলে, মারাদোনা ও সোবার্সের নামে প্রবেশদ্বার এবং মোহনবাগানের নতুন টেন্টের উদ্বোধন করলেন আর্জেন্টিনা দলের বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মারতিনেস। তাঁকে মোহনবাগানের ২৩ নম্বর জার্সি উপহার দেওয়া হল।
  • ২০২৩ সালের আইসিসি একদিনের বিশ্বকাপ ক্রিকেটে খেলতে পারবে না জিম্বাবোয়ে। বাছাই পর্ব থেকেই ছিটকে গেল তারা তারা। অবশ্য বিগত বিশ্বকাপ ক্রিকেটেও যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে।
বিবিধ
  • অস্ট্রেলিয়ায় উঠতি জ্যোতির্বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হলেন দুজন ভারতীয় বিজ্ঞানী। তাঁরা হলেন পীযুষ সারদা এবং মনোদীপ সিনহা। পীযুষ নেদারল্যান্ডের লাইডেন মানমন্দিরে গবেষণা করছেন। খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র মনোদীপ সুইসবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।