কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুলাই ২০২৪

193
0
Current Affairs 4th July

আন্তর্জাতিক
  • ব্রিটেনের সাধারণ নির্বাচনে এদিন ভোট গ্রহণ করা হল। প্রসঙ্গত, ব্রিটেনে কনজারভেটিভ দলের নেতা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক নির্বাচন অনেকটাই এগিয়ে নিয়ে এসেছেন। সেখানকার হাউস অফ কমন্সে ৬৫০ আসনের জন্য এদিন ভোট নেওয়া হল। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩২৬ আসন। এবারের নির্বাচনে ২৫০ জন প্রার্থী রয়েছেন আর ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর সংখ্যা ৯০ জন। এবার মূল লড়াই কনজারভেটিভ দলের নেতা সুনকের সঙ্গে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের।
  • বিশ্বের সবথেকে ব্যয়বহুল তিনটি শহর হল হংকং, সিঙ্গাপুর ও জুরিখ। অন্যদিকে খরচের দিক থেকে সবথেকে সস্তা জীবন যাপনের শহর হল নাইজেরিয়ার দুটি শহর লাগস, আবুজা এবং পাকিস্তানের ইসলামাবাদ। বিশ্বের ২২৬ টি মহানগর নিয়ে সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রকাশ করেছে মার্শার নামে একটি মার্কিন সংস্থা। এই তালিকায় ভারতের সব থেকে ব্যয়বহুল শহর হিসেবে উল্লেখ করা হয়েছে সাতটি শহরের নাম। এর মধ্যে ভারতের সবথেকে ব্যয়বহুল শহর হিসেবে উল্লেখ করা হয়েছে মুম্বইয়ের নাম। মুম্বইয়ের ক্রম ১৩৬। ভারতের অন্যান্য যে শহরগুলি এই তালিকায় ঠাঁই পেয়েছে সেগুলি হল দিল্লি (১৬৫), চেন্নাই (১৮৯), বেঙ্গালুরু (১৯৫), হায়দারাবাদ (২০২), পুনে (২০৫) এবং কলকাতা (২০৭)।
জাতীয়
  • উত্তরপ্রদেশের হাতরাসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তবে মূল এফআইআরে নাম নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির।
  • নয়া দিল্লি পুর নিগমের সদস্য হিসেবে বাঁশরী স্বরাজকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তিনি নয়া দিল্লি লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ। তিনি মীনাক্ষী লেখির স্থলাভিষিক্ত হলেন।
খেলা
  • আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ট্রফি নিয়ে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। প্রধানমন্ত্রীর নাম লেখা এক নম্বরসহ ভারতীয় জাতীয় দলের একটি জার্সি উপহার দেওয়া হলো তাঁকে। এদিনই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা জানানো হলো ভারতের জাতীয় ক্রিকেট দলকে। আর মুম্বইয়ের রাস্তায় ‘চ্যাম্পিয়ন ২০২৪’ লেখা নীল রঙের দোতলা হুডখোলা বাসে নগর পরিক্রমা করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে মেরিন ড্রাইভে তখন তাঁদের জন্য অপেক্ষা করছিল জনসমুদ্র।
বিবিধ
  • ভারতের শেয়ার বাজারের উত্থান অব্যাহত রয়েছে। এদিন ভারতের শেয়ার বাজারের শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটি, উভয়ই উচ্চতার নতুন রেকর্ড গড়ল। প্রসঙ্গত গত ১৫ জানুয়ারি সেনসেক্স ছিল ৭৩,৩২৭ অংক। গত ৩ জুন ছিল তা ৭৬,৪৬৮ অংক।
  • বায়ু দূষণের কারণে ভারতের দশটি বড় শহরের পরিস্থিতি গুরুতর। সেখানে প্রতিবছর কেবল বায়ু দূষণের জন্য ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়। ‘ল্যানসেট প্লানেটারি হেলথ’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। এই শহর গুলি হল দিল্লি, মুম্বই, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দারাবাদ, কলকাতা, পুনে, সিমলা এবং বারাণসী।
  • কলকাতা হাইকোর্টের জারি করা নোটিফিকেশনের ভিত্তিতে ব্যাঙ্কশাল কোর্টের সরকারিভাবে নাম বদলে হল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (কলকাতা)।