কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন ২০২৪

146
0
Current Affairs 4th June

আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়ায় সেনাবাহিনীতে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীর মোট কর্মীর তুলনায় বর্তমানে ৬০০০ এর বেশি পদ ফাঁকা রয়েছে। ২০৪০ সালের মধ্যে সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। এই পরিস্থিতিতে বিদেশী নাগরিকদেরও শর্তসাপেক্ষে সেনাবাহিনীর বিভিন্ন পদে নিয়োগ সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার মন্ত্রিসভা। এদিন তারা জানিয়েছে, অস্ট্রেলিয়ার নাগরিক নয় কিন্তু স্থায়ীভাবে সেখানে বসবাস করছে, তারাও সেনাবাহিনীতে চাকরির জন্য এখন থেকে যোগ্য বলে বিবেচিত হবে।
  • পাকিস্তানের হায়দ্রাবাদে একটি বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হল জখম হয়েছেন সাত জন এলপিজি নির্মাণের গ্যাস সিলিন্ডার মরার একটি কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে এর পিছনে কোন নাশকতা আছে কিনা তা জানা যায়নি।
জাতীয়
  • প্রকাশিত হল লোকসভা নির্বাচনের ফলাফল। ৫৪৩ আসনের মধ্যে এবার কোন একটি রাজনৈতিক দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এককভাবে সব থেকে বেশি আসন ২৪১ পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এই দলের নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে ২৯২ টি আসন। পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের মধ্যে ২৯টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১২টি এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে। দেশে সব থেকে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে নজির করেছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবার আসনে ৭ লক্ষাধিক( ৭,১২,১৬২ টি ভোট) ভোটে জয়ী হয়েছেন। দেশে ৬২লক্ষ ৯২ হাজার ৬১৪ জন মানুষ নোটায় ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গে পাঁচ লক্ষাধিক ভোট পড়েছেন নোটায়।
  • পালা বদল হচ্ছে ওড়িশায়। সেখানে নবীন পট্টনায়কের নেতৃত্বে বিজু জনতা দল ক্ষমতা হারাচ্ছে।ওড়িশায় বিগত কুড়ি বছর ধরে মুখ্যমন্ত্রী পদে ছিলেন বিজু পট্টনায়েক। এবার জয়ী হলে তিনি পঞ্চম বার মুখ্যমন্ত্রী হয়ে সিকিমের পবন চামলিঙের মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড স্পর্শ করতেন। ১৪৭ টি আসনের বিধানসভায় বিজেডি পেয়েছে ৫১ টি আসন। তারা ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ১১৩ টি আসনে জয় লাভ করেছিল। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৮ টি আসনে জয়। তারা গতবারের তুলনায় ৫১ টি আসন বেশি পেয়েছে তারা, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ওড়িশা বিধানসভায়। ভারতের জাতীয় কংগ্রেস ১৪টি আসনে জয়লাভ করেছে। ওড়িশার ২১টি লোকসভা আসনের মধ্যে একটিতে মাত্র জয় পেয়েছে বিজেডি, বিজেপি জিতেছে ১৯ টি আসনে।
  • অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারাচ্ছে ওয়াই এস আর কংগ্রেস। সেখানে সরকার গঠন করবে তেলেগু দেশম পার্টি। বিদায়ী মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দল বিগত নির্বাচনে পেয়েছিল ১৫১টি আসন। এবার সেখানে তারা পেয়েছে মাত্র বারোটি আসন। অন্যদিকে ১৭৫ আসনের মধ্যে তেলেগু দেশম  একাই পেয়েছে ১৩৪। ফলে চতুর্থ বারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। এর আগে তিনি ১৯৯৫ থেকে ২০০৪ এবং ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।
খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড ও স্কটল্যান্ড এর মধ্যে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হলো। অন্য ম্যাচে আফগানিস্তান উগান্ডাকে হারিয়ে দিল ১২৫ রানে। নেপাল ৬ উইকেটে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে।
  • চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। ইতিমধ্যেই তিনি চারটি রাউন্ডে জয়লাভ করেছিলেন। অন্যদিকে ফরাসি ওপেনে টানা ১৯ টি ম্যাচে জয়ের রেকর্ড করলেন মহিলাদের শীর্ষ বাছাই ইগা সুইয়াটেক।
বিবিধ
  • একদিন আগে শেয়ার বাজারে কার্যত ঝড় উঠেছিল। ২৪ ঘন্টার মধ্যে শেয়ারবাজার সাক্ষী থাকল বিপুল পরিমাণ ধসের। এদিন একদিনে যে পরিমাণ শেয়ার সূচক হ্রাস পেয়েছে তা গত চার বছরের মধ্যে ঘটেনি। এদিন শেয়ার সূচক সেনসেক্স ৪৩৮৯ পয়েন্ট হ্রাস পেয়েছে, নিফটি হ্রাস পেয়েছে ১৩৭৯ পয়েন্ট। একদিনে ৩১ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ হারালেন লগ্নিকারীরা।