ফ্রান্সে গর্ভপাতের অধিকার সাংবিধানিক স্বীকৃতিলাভ করল। এই প্রথম বিশ্বের কোনোও দেশ গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল। দীর্ঘদিন ধরেই ফ্রান্সে ‘গর্ভপাত স্বাধীনতা নয়, অধিকার’ দাবিতে সাংবিধানিক স্বীকৃতি অর্জনের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। গত বছর বিষয়টি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকোঁর।
ত্রাণ নিতে আসা অসহায় শরণার্থীদের ওপর হামলা চালালো ইজরায়েল। গাজায় এই হামলায় মহিলা ও শিশু মিলিয়ে ৯ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণ গাজার দের এল বালার একটি শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানল আরও ছড়িয়ে পড়ল। দুজনের মৃত্যু হয়েছে দাবানলে। পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভস্মীভূত করে ফেলেছে এই দাবানল।
মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের মধ্যে লড়াইতে রিপাবলিকান দলের প্রার্থী নিকি হ্যালি হারিয়ে দিলেন অপর প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। এই প্রথম প্রাথমিক নির্বাচনে জয় পেলেন নিকি। ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রাইমারিতে তিনি জয়ী হয়েছেন।
জাতীয়
দেশের কোন সাংসদ বা বিধায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে তার তদন্ত প্রক্রিয়া ও বিচার ব্যবস্থায় তিনি কোন আইনি রক্ষাকবচ পাবেন না। এই রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাতজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল। এক্ষেত্রে ১৯৯৮ সালে সুপ্রিম কোর্টে পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চের একটি রায়ের ব্যাখ্যা খারিজ করে দেওয়া হয়েছে।
আম আদমী পার্টিকে তাদের সদর দপ্তর সরিয়ে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই দল যে জায়গায় সদর দপ্তর তৈরি করেছে সেটি দিল্লি হাইকোর্টের জমি। জমি জবর দখলের অভিযোগেই ওই দপ্তর সরিয়ে নিতে বলা হয়েছে।
খেলা
টেবিল টেনিসে ভারতের পুরুষ ও মহিলা, দুটি দলই অলিম্পিকের যোগ্যতা অর্জন করল। ভারতের ক্রীড়া ইতিহাসে এটি একটি রেকর্ড। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের নিয়ম অনুসারে বিশ্ব রেংকিং এর প্রথম ১৬টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। বর্তমানে ভারতের মহিলা টেবিল টেনিস দলের ক্রম বিশ্বে ১৩ এবং পুরুষদের ক্রম ১৫। ফলে সরাসরি ভারত অলিম্পিকে লড়াই করার সুযোগ পেয়ে গেল।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে তিন দিনের মধ্যেই তামিলনাড়ুকে ইনিংস ও ৭০ রানে হারিয়ে দিল মুম্বই। এই নিয়ে মুম্বই ৪৮ বার রঞ্জি ট্রফির ফাইনালে উঠলো। এই ম্যাচে তাদের নায়ক শার্দুল ঠাকুর। অন্য সেমিফাইনালে মধ্যপ্রদেশ ও বিদর্ভের মধ্যে দারুন লড়াই চলছে।
বিবিধ
চিত্রশিল্পী তথা বিজ্ঞাপন নির্মাতা রণেন আয়ন দত্ত প্রয়াত হলেন। ৯৭ বছর বয়স হয়েছিল তাঁর। ১৯২৭ সালে বাংলাদেশের সিলেটে জন্ম হয়েছিল রনেন দত্তের। তবে লেখাপড়া করেছেন কলকাতায়। কলকাতার গভর্মেন্ট আর্ট কলেজের ছাত্র তিনি। দেশের বহু সরকারি, বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের প্রচার তাঁরই মস্তিষ্কপ্রসূত। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ফিলিপ্স, টাটা স্টিল, টি বোর্ডের বিজ্ঞাপন। প্রচ্ছদ শিল্পী হিসেবেও তিনি ছিলেন চূড়ান্ত সফল। অদ্বৈত মল্লবর্মনের ‘তিতাস একটি নদীর নাম’, প্রবোধ কুমার সান্যালের ‘অগ্নিসাক্ষী’ প্রভৃতি অনেক বইয়ের প্রচ্ছদ তাঁরই করা। ‘হারানো সুর’, ‘কাবুলিওয়ালা’ প্রভৃতি চলচ্চিত্রের ছবির প্রচারচিত্র অঙ্কনের দায়িত্ব ছিল তাঁর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্কাইভ, রামমোহন রায় স্মারক সংগ্রহশালা, জাহাজ পরিবহন সংগ্রহশালা প্রভৃতির অন্দরসজ্জা তিনিই করে দিয়েছিলেন।
একই রোগের চিকিৎসা দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকম। অবিলম্বে একই রকম চিকিৎসায় একই রকম খরচ করার বিষয়ে উদ্যোগ নিতে কী করণীয় তা কেন্দ্রীয় সরকারকে জানাতে বললো সুপ্রিম কোর্ট।