কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে ২০২৪

178
0
Current Affairs 4th May

আন্তর্জাতিক
  • ইজরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে হরমুজ প্রণালীতে গত ১৩ এপ্রিল একটি পর্তুগিজ জাহাজ আটক করেছিল ইরানের নৌবাহিনী। ওই জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন ভারতীয়। ওই জাহাজের একমাত্র মহিলা নাবিক অ্যানটেশা জোসেফকে আগেই মুক্তি দিয়েছিল ইরান। তিনি ইতিমধ্যেই ভারতে ফিরেছেন। এবার অন্য নাবিকদেরও মুক্তি দিল ইরান।
  • নতুন ১০০ টাকার নোট ছাপছে নেপাল। সেখানে তাদের যে মানচিত্র দেখানো হয়েছে সেখানে ভারতের ভূখণ্ডে থাকা তিনটি এলাকাকে রাখা হয়েছে। প্রসঙ্গত দুই হাজার কুড়ি সাল থেকে এই এলাকাগুলিকে নিজেদের বলে দাবী করছেন নেপাল।
জাতীয়
  • কর্ণাটকে এক মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার পুত্র এইচডি রোভান্নাকে। খোদ দেবেগৌড়ার বাসভবন থেকেই পুলিশের বিশেষ তদন্তকারী দল রোভান্নাকে গ্রেফতার করে।
  • ২০১৬ সালে হায়দারাবাদ বিশ্ববিদ্যালয় চত্বরে আত্মহত্যা করেছিল রোহিত ভেমুলা নামে এক ছাত্র। তেলেঙ্গানা হাইকোর্টে এই মৃত্যুর তদন্ত বিষয়ে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। তাদের দাবি, রোহিত দলিত ছিলেন না। আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আত্মহত্যা করেন। তবে ওই ছাত্রের পরিবার এই সিদ্ধান্ত মানতে চায়নি। তারা এই মামলা পুনঃবিবেচনার দাবিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে।
খেলা
  • লা লিগা চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট পেয়েছে তারা। চার ম্যাচ বাকি থাকতেই খেতাব জয় নিশ্চিত হলো রিয়ালের।
  • আইএসএল চ্যাম্পিয়ন হল মুম্বই সিটি। এদিন ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। ২০২০-২১ মর সময়ের পর পুনরায় তারা এই খেতাব জিতল।
বিবিধ
  • বেআইনি সোনা পাচারের অভিযোগ উঠেছিল জাকিয়া বারদাকের বিরুদ্ধে। গত ২৫ এপ্রিল দুবাই থেকে ভারতে আসার সময় মুম্বাই বিমানবন্দরে তার কাছ থেকে উদ্ধার হয় ১৮ কোটি টাকার বেশি সোনা। তিনি ভারতে আফগানিস্তানের কনসাল জেনারেল। তিনি নিজে কূটনৈতিক রক্ষাকবচ পান। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব আধিকারিকরা তার শরীরে তল্লাশি চালিয়েছিল। কিন্তু কূটনৈতিক রক্ষাকবচের জন্যই তাকে গ্রেপ্তার করা যায়নি এদিন তিনি নিজের পদ থেকে ইস্তফা দিলেন।