কারেন্ট অ্যাফেয়ার্স ৪ নভেম্বর ২০২৪

86
0
Current Affairs 4th November

আন্তর্জাতিক
  • জুলাইয়ে বাংলাদেশে কোটা আন্দোলন শুরু হওয়া থেকে এ পর্যন্ত ৩৭০ জন আওয়ামী লীগ সমর্থককে হত্যা করা হয়েছে বলে পরিসংখ্যান তুলে ধরেছে বাংলাদেশ আওয়ামী লীগ দল। নিহতদের মধ্যে ২২৮ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে ১০০ জনকে। গুলিতে নিহত হয়েছেন ২৩ জন।
  •  অন্য দিকে দেশের সব উল্লেখযোগ্য স্থান থেকে আওয়ামী লীগের নামাঙ্কিত স্থানের নাম মুছে ফেলার কাজ শুরু করে দিয়েছে বর্তমান ইউনূস সরকার। শেখ মুজিবর, শেখ হাসিনা বা বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নামে সব হাসপাতাল, সহ বেশ কিছু প্রতিষ্ঠানের নাম বদল করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের অভিযোগ মুক্তিযুদ্ধ ও মুজিবের নাম মুছে দিতে এই তৎপরতা।
দেশ
  •  কেন্দ্রীয় সরকারের কর্মীদের পারিবারিক পেনশন থেকে কন্যাদের বাদ দেওয়া যাবে না। পরিবারের সদস্যদের মধ্যে বিবাহিত, অবিবাহিত, স্বামীহারা মেয়েদের ধরা হয়। সৎ মেয়ে এবং দত্তক নেওয়া কন্যারাও পড়েন। সম্প্রতি এক ঘটনায় নির্দেশিকা জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।
  • আসন্ন বিধানসভা উপনির্বাচন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সভায় বলেছেন, দুর্নীতি উইপোকার মতো দেশের সম্পদ খেয়ে নিচ্ছে।
  • উত্তরাখণ্ডের আলমোড়ায় খাদে বাস উল্টে পড়ে দশ-জন মহিলা সহ অন্তত ৩৬ জনের মৃত্যু হল। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন। এই ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে আলমোড়া পরিবহন আধিকারিকদের।
  •  ১৫ বছরের বেশি পুরনো বাসকে বাতিল করার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। তাতে পথ চলতি ১৫০০০ বাস বাতিল করতে হবে। কিন্তু বাস মালিকদের সংগঠন জানিয়েছে তাদের নতুন বাস কেনার সামর্থ নেই। তারা আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্ট রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার করা আর্জি জানিয়েছে।
খেলা
  •  ক্রিকেটে পর পর দুটি সিরিজ হার ভারতীয়দের প্রথম সারির রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে সরব হয়েছেন প্রাক্তন কিংবদন্তি সুনীল গাওস্কর। কাঠগড়ায় তোলা হচ্ছে তাদের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাওয়ার আগে গাওস্কর বলেছেন, বিরাট-রোহিতদের উদ্দশ্যে বলেছেন, ‘ওদের সময় ফুরিয়ে আসছে’।
বিবিধ
  • এক বছরে ২৫টি বাঘ নিখোঁজ! রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে এতগুলি বাঘ কী করে উধাও হয়ে গেল সে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। গত ২৫ অক্টোবর এক সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। গড়ে তোলা হয়েছে তিন সদস্যের কমিটি। বন দফতরের টনক নড়েছে।
  •  দেশের সব বিশ্ববিদ্যালয়ে সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধের নির্দেশ দিল ইউজিসি। স্বাস্থ্য সুরক্ষার কারণে এই নির্দেশাবলি বলে জানিয়েছেন, ইউজিসি সচিব মণীশ জোশী।
  •  প্রয়াত হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিতত্ত্ব বিভাগের অধ্যাপক পার্থিব বসু। বয়স হয়েছিল ৬১ বছর। বাস্তুতন্ত্র ও কনজারভেশন বায়োলজিতে তাঁর গবেষণা খুবই উল্লেখযোগ্য।
  • ধস নামল শেয়ার বাজারে। সেনসেক্স নেমে আসে ৭৮ হাজারে। এই প্রথম তলানিতে নামল টাকার দাম। এক ডলার হল ৮৪.১১ টাকা। এত তলানিতে এর আগে কখনও নামেনি টাকার দাম।