আন্তর্জাতিক
- এবছর রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন বিজ্ঞানী। তাঁরা হলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মুঙ্গি বেওয়ান্ডি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লুই ই ব্রুস এবং ন্যানোক্রিস্টালস টেকনোলজির অ্যালেক্সেই ই একিমোভ। ন্যানোটেকনোলজি ব্যবহার করে কোয়ান্টাম ডট প্রস্তুত করার জন্য এই তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাচ্ছেন।
- ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করলেন কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জোলি। তিনি বলেছেন, ঘরোয়া ভাবে আলোচনাতেই সমাধান আসতে পারে। প্রসঙ্গত, খালিস্তানপন্থী জঙ্গি, হরদীপ সিংহ নির্জর নিজ্জর হত্যা নিয়ে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতে কর্মরত কানাডার ৬১ জন কূটনীতিকের মধ্যে ৪১ জনকে দেশে ফিরতে বলেছে ভারত। এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা বিষয়টা আর বাড়াতে চাই না।
- মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার পদ থেকে কেভিন ম্যাকার্থিকে অপসারণের জন্য ভোট নেওয়া হল। সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউনের পরিস্থিতির জন্য কেভিনকে দায়ী করা হয়েছে। এই ভোটাভুটিতে কেভিনকে অপসারণের পক্ষে ভোট দেন ২১৬ জন, বিপক্ষে ভোট পড়ে ২১০ টি। এরপর এই পদ থেকে সরে যেতে হলো কেভিনকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন হাউস স্পিকারকে ভোটাভুটির মাধ্যমে অপসারিত করা হলো। কেভিন চলতি বছরের শুরুর দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের ৫৫ তম হাউস স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ন্যান্সি পেলোসির কাছ থেকে। সিকিমে হিমবাহের সঙ্গে যুক্ত হ্রদের সংখ্যা ২৬৬, কারো কারো মতে ৪৭২ টি। এর মধ্যে ২১ টি বিপর্যয় প্রবন। তার মধ্যে দক্ষিণ লোনক আগেই বিপদজনক বিপজ্জনক হিসাবে চিহ্নিত হয়েছিল।
- উজ্জয়িনীতে এক বারো বছরের নাবালিকাকে লাঞ্ছনায় অভিযুক্ত অটো চাকচালক ভরত সোনির বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দিল প্রশাসন। সরকারি জমিতে ওই বাড়িতে অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে জানানো হয়েছে।
- আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই ডি)। তিনি রাজ্যসভার সাংসদ।
জাতীয়
- এক লহমায় বিপর্যয় নেমে এলো সিকিম এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। গ্লেসিয়াল লেক আউট বার্স্ট ঘটলো সিকিমের দক্ষিণ লোনক লেকে। হিমবাহ গলা জলের চাপে বাঁধ ভাঙ্গার পর তিস্তা নদীতে হড়পা বানে কার্যত ভেসে গেছে লাচেন ভ্যালি। ৮২ জন নিখোঁজ। সরকারিভাবে ১০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। চুংথাং বাঁধ ভেঙে জলের স্তর বেড়ে যায় ১৫ থেকে ২০ ফুট। জলের তোড়ে বারদাঙে ২৩ জন সেনা জওয়ান এবং ৪১ টি সামরিক গাড়ি জলের তলায় চলে যায়। অন্তত ২৫ টি বাড়ি তলিয়ে গেছে তিস্তার বুকে। আটকে পড়েছেন ৩০০০ পর্যটক। ১৮০০ জন দুর্গত মানুষকে নিয়ে যাওয়া হয়েছে।
খেলা
- এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো বিভাগে সোনার পদক জিতলেন ভারতের নীরজ চোপড়া। ২০১৮ সালের এশিয়ান গেমস থেকেও তিনি এই বিভাগে সোনা জিতেছিলেন। নীরজ এদিন ৮৮.৮৮ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। একই বিভাগে রুপোর পদক জিতলেন ভারতের কিশোর জেনা। এদিন ছেলেদের ৪×১০০ মিটার রিলে দৌড়ে ভারত সোনার পদক জিতল। এই দলে ছিলেন আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল এবং রাজেশ রমেশ। তিরন্দাজিতে ভারতের জ্যোতি সুরেখা ভেনাম এবং ওজস দেহতালে জুটি সোনার পদক জিতল। তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্টে তাদের হাত ধরে এই প্রথমবার ভারত সোনার পদক জিতল। মেয়েদের ৮০০ মিটার দৌড়ে রুপোর পদক জিতলেন ভারতের হারমিলান বাইনস। ২০০২ সালের এশিয়াড প্রতিযোগিতায় এই ইভেন্ট থেকেই রুপোর পদক জিতেছিলেন হারমিলানের মা মাধুরী সাক্সেনা। এদিন ছেলেদের ৫০০০ মিটার দৌড়ে রূপো জিতেছেন অবিনাশ সাবললে। মেয়েদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে রুপোর পদক জিতলেন লাভলিনা বড়গোহাই। মেয়েদের ৫৭ কেজি বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের পারভিন হুদা। অন্যদিকে হকিতে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠল ভারতের পুরুষ হকি দল। সব মিলিয়ে ১৮ টি সোনা সহ ৮১ টি পদক জিতে ভারত রয়েছে পদক তালিকার চতুর্থ স্থানে। ১৭১টি সোনা সহ ৩১৬ টি পদক জিতে চিন রয়েছে তালিকার শীর্ষে।
বিবিধ
- সম্প্রতি একটি রিটেল অ্যাপের বিজ্ঞাপনে অভিনেতা অমিতাভ বচ্চন অফলাইন বাজারের পরিবর্তে অনলাইন বাজারের গ্রহণযোগ্যতা বেশি বলে প্রচার করেছিলেন। এই বিষয়ে দর্শককে ভুল তথ্য দেওয়ার অভিযোগে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মামলা করল দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটির কাছে এই অভিযোগ জানানো হয়েছে। ব্যবসায়ী সংগঠনের দাবি বিজ্ঞাপনের এই বার্তা অসত্য এবং তা স্থানীয় তথা ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থহানি করবে।