Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মার্চ, ২০২২

current affairs 5 march

 আন্তর্জাতিক
ইউক্রেনের আকাশপথকে নো-ফ্লাই জোন ঘোষণার জন্য ন্যাটোর কাছে ইউক্রেন যে দাবি জানিয়েছিল তা প্রত্যাখ্যান করল ন্যাটো। তাদের আশঙ্কা রাশিয়ার আগ্রাসন আরো তীব্র হয়ে উঠতে পারে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলোনস্কি ছবি তুলে জানিয়েছেন, তিনি ইউক্রেনে থেকেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রাশিয়ায় পৌঁছে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছে।
সংযুক্ত আরব আমিরশাহীকে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স। পাকিস্তান রয়েছে ধূসর তালিকাতেই।
জাতীয়
খেলা
বিবিধ 
দেশে কোভিড টিকা প্রদানের ৭৪ জন শ্রেষ্ঠ মহিলা টিকাকর্মীর তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। তালিকার শীর্ষে রয়েছে তামিলনাড়ুর ত্রিচির  বিমানগর আরবান প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের টিকাকর্মী  ই থারানির নাম। ৩,০২,৭০৫টি টিকা দিয়েছেন তিনি। পাটনার মায়া যাদবের প্রদান দ্বিতীয় । পশ্চিমবঙ্গের লেখা রায় ২৬৮৫৯০ ডোজ ও নন্দিতা মুখার্জি ২৪২২৯৪ ডোজ টিকা দিয়েছেন।
Current Affairs 5 march, 2022
Exit mobile version