কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ নভেম্বর ২০২০

699
0

আন্তর্জাতিক

  • কোভিড সংক্রমিত হয়ে দক্ষিণ আফ্রিকায় প্রাণ হারালেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপোলিয়া (৬৬)। জোহানেসবার্গ নিবাসী সতীশ দীর্ঘদিন পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন। মহাত্মা গান্ধীর দ্বিতীয় পুত্র মণিলালের ছেলে তিনি। সমাজকর্মী হিসাবে পরিচিত সতীশ ধুপোলিয়া ফোটোগ্রাফির জন্যও সুপরিচিত ছিলেন আন্তর্জাতিক দুনিয়ায়।
  • বিশ্বে ১৩৯৯৭৯৪ জন সংক্রমিত হয়েছেন করোনায়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই ১ কোটি ২৫ লক্ষ জন সংক্রমিত হয়েছেন।
  • প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি নিকোলাস সরকোজির বিরুদ্ধে মামলা শুরু হল প্যারিসে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি থাকাকালীন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে চলা তদন্তকে প্রভাবিত করতে ও গোপন তথ্য সংগ্রহ করতে বিচারক গিলবার্ট আজিবার্টকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
  • প্রথম মহিলা হিসাবে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের শীর্ষ পদে বসতে চলেছেন এভ্রিল হেন্স। লাতিন আমেরিকার বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসাবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির শীর্ষ পদে বসতে চলেছেন আলেহান্দ্রো মায়োরকাস।

 

জাতীয়

  • দেশে করোনায় ৯১,৩৯,৮৬৫ জন আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১,৩৩,৭৩৮ জনের। সক্রিয় রোগী ৪,৪৩,৪৮৬ জন। মহারাষ্ট্রে ১৭,৮০,২০৮ জন, কর্নাটকে ৮,৭৩,০৪৬ জন, অন্ধ্রপ্রদেশে ৮,৬২,২১৩ জন সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে ৪৬,২২৩ জন, কর্নাটকে ১১,৬৫৪ জন ও তা্মিলনাড়ুতে ১১,৬০৫ জনের প্রাণহানি হয়েছে। পশ্চিমবঙ্গে ৪,৫৯,৯১৮ জন সংক্রমিত হয়েছেন ও ৮,০৭২ জনের প্রাণহনি হয়েছে। কো-মর্বিডিটির কারণে ৬,৭৪৬ জনের প্রাণহানি হয়েছে।
  • করোনা-উত্তর শারীরিক জটিলতায় জীবনাবসান হল তরুণ গগৈয়ের। তিনি অসমে তিন বার মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন। ১৯৯১ সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন তিনি। কংগ্রেসের হয়ে প্রায় ৫ দশক রাজনীতির জগতে ছিলেন গগৈ।

 

বিবিধ

  • কাশ্মীর উপত্যকার হোকসার জলাভূমিতে ৪টি হুপার সোয়ানের দেখা পাওয়া গেল। তার মধ্যে ২টিকে হত্যা করল চোরাশিকারিরা। সাধারণত ইউরোপেই দেখা যায় হুপার সোয়ান। তারা ফিনল্যান্ডের জাতীয় পাখি। শীতকালে তারা দীর্ঘ পথ পাড়ি দেয়। ৬০ বছর পর কাশ্মীর উপত্যকায় তাদের দেখা পাওয়া গেল।

 

খেলা

  • আইএসএলে ওডিশা এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল হায়দরাবাদ এফসি।
  • ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ৩-০ গোলে পরাস্ত করল লেস্টার সিটিকে। এই নিয়ে টানা ৬৪ ম্যাচ ঘরের মাঠে তারা অপরাজিত থাকল।

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল