কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ নভেম্বর ২০২০

schedule
2020-11-30 | 07:10h
update
2020-11-30 | 07:10h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইরানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদ নিহত হলেন। তেহেরানের কাছে অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁর গাড়িতে হামলা চালিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয় মোহসিনকে। ইরানের গোপন পরমাণু অস্ত্র সংক্রান্ত কর্মকাণ্ডের পিছনে তাঁর মস্তিষ্ক আছে বলে মনে করা হয়।
  • ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনকের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ করল একটি মার্কিন দৈনিক। প্রসঙ্গত, ঋষির সঙ্গে ২০০৯ সালে বিবাহ হয় অঙ্কতার। অঙ্কতা হলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা। ইনফোসিসে ৪৩ কোটি পাউন্ড মূল্যের শেয়ার রয়েছে অঙ্কতার। ব্রিটেনের অন্যতম ধনী মহিলা তিনি। ঋষি নির্বাচনের সময় এই তথ্য উল্লেখ করেননি বলে অভিযোগ।
  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে এখনও পর্যন্ত ১৪,৪৩,৬৯২ জনের প্রাণহানি হয়েছে। ৬,১৬,১৪,১৫০ জন সংক্রমিত হয়েছেন।
Advertisement

 

জাতীয়

  • গুজরাটের রাজকোটে উদয় শিবানন্দ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৫ জনের। এই হাসপাতালে কোভিড সংক্রমিতদের চিকিৎসা হচ্ছিল।
  • নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রইল সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি। দিল্লি অভিযানে এখন দিল্লি সীমান্তে অবস্থান করছেন প্রতিবাদী কৃষকরা।
  • পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকরী। হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন তিনি।

 

বিবিধ

  • দেশে গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি সরাসরি ৭.৫ শতাংশ সঙ্কুচিত হয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকে তা ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ। জাতীয় পরিসংখ্যান দপ্তর এই তথ্য জনাল। প্রসঙ্গত, পর-পর দুটি ত্রৈমাসিকে বৃদ্ধির হার ঋণাত্মক হলে তাকে অর্থনীতির ভাষায় মন্দা বলে। সেই হিসাবে দেশ এই প্রথম মন্দার মুখে পড়েছে।

 

খেলা

  • করোনা পর্বে প্রায় আড়াইশো দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলল ভারত। সিডনিতে প্রথম ম্যাচে খেলা দেখতে মাঠে যাওয়ার অনুমতি পেয়েছিলেন ৫০ শতাংশ দর্শক। এই একদিনের ম্যাচে ৬৬ রানে জয়লাভ করল অস্ট্রেলিয়া। জোড়া শতরান করলেন অ্যারন ফিঞ্চ (১১৩ রান) ও স্টিভ স্মিথ (১০৫)। ম্যান অব দ্য ম্যাচ হলেন স্মিথ।
  • আইএসএলে প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগান ২-০ গোলে পরাস্ত করল এমসি ইস্টবেঙ্গলকে। রয় কৃষ্ণ ও মনবীর সিং গোলদুটি করলেন।
  • লক্ষ মানুষের শোকযাত্রায় এবং চোখের জলে সমাহিত করা হল দিয়েগো মারাদোনার মরদেহ। বুয়েনস এয়ারসের প্রান্তে বেল্লা ভিস্তায় বাবা-মায়ের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হল তাঁকে।
  • ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারত উঠে এল ১০৪তম ক্রমে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 13:06:54
Privacy-Data & cookie usage: