কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ নভেম্বর ২০২০

786
0

আন্তর্জাতিক

  • পরমাণু বিজ্ঞানী মহসন ফকরিকাদের মৃত্যুর ঘটনায় সরাসরি ইজরায়েলকে দায়ী করল ইরান। এর আগে ইরানের ৪ জন পরাণু বিজ্ঞানী আততায়ীর গুলিত প্রাণ হারিয়েছিলেন। কিন্তু মহসন ছিলেন ইরানের কর্মকাণ্ডের মাথা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই চরম প্রতিশোধের হুমকি দিলেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হলেন দু লক্ষাধিক মানুষ (২০৫০২৪)। মোট সংক্রমিত ১ কোটি ৩০ লক্ষ ৮৮ হাজার ২৮২ জন। বিশ্ব মেট ৬,২১,৭৬,০৫৭ জন সংক্রমিত হলেন করোনায়। মোট প্রাণহানি হয়েছে ১৪,৫২,৫৬১ জনের।

 

জাতীয়

  • মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম ষড়যন্ত্রকারী লস্কর জঙ্গি সাজিদ মিরকে ধরার জন্য ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • একই দিনে আমেদাবাদের জাইডাস ক্যাডিলা, হায়দরাবাদের ভারত বায়োটেক ও পুণের সিরাম ইনস্টিটিউটে ঘুরে করোনা প্রতিষেধক সংক্রান্ত গবেষণা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে দেশে ১,৩৬,২০০ জনের প্রাণ কেড়েছে করোনা।
  • দিল্লি সীমান্তে অবস্থান করছেন সর্বভারতীয় কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনার প্রস্তাব দিলেন কৃষক নেতৃত্বকে।

 

বিবিধ

  • ভারতের জাতীয় কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে বসলেন প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসল। প্রয়াত আহমেদ প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন তিনি।

 

খেলা

  • আইএসএলে হায়দরাবাদ এফসি বেঙ্গালুরু এফসি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল।
  • মাদ্রিদে মেয়েদের ফুটবল ক্লাব সিএফসি মমকারদোতে সই করলেন বৃষ্টি বাগচী। অদিতি চৌহান, বালা দেবীর পর ফের কোনও ভারতীয় মহিলা ফুটবলার ইউরোপের পেশাদার লিগে খেলার ডাক পেলেন।