কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ নভেম্বর ২০২০

1002
0

আন্তর্জাতিক

  • নাইজিরিয়ায় বের্নোয় কৃষকদের ওপর নৃশংস অত্যাচার চালাল সন্ত্রাসবদীরা। অন্তত ৪৪ জনকে হত্যা করা হল। বোকো হারাম জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীদের অভিযোগে পুলিশ একজন কৃষককে গ্রেপ্তার করেছিল, তার প্রতিশোধে এই হামলা বলে জানা গেছে।
  • নোবেল করোনা ভাইরাস ২০১৯ চিনের উহানে প্রথম চিহ্নিত হলেও তার উৎস চিন নয় অন্য কোনো দেশ। এটা প্রমাণে উদ্যোগী হয়েছে চিন। তাদের দাবি, এর উৎপত্তি হতে পার ইউরোপ বা ভারতের মাটিতে। `হু’ অবশ্য এই দাবিকে গুরুত্ব দেয়নি। এদিকে বিশ্বে ৬,২৮,৭২,২০২ জন সংক্রমিত হয়েছেন করোনায়। ১৪,৬২,৯৪৫ জনের প্রাণহানি হয়েছে এই রোগ সংক্রমণে।

 

জাতীয়

  • ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে ভারতের বৈঠক সফল হল। ভারতের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর চিন একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চলেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে চিনের `গ্লোবাল টাইমসে’। এতে ভারত ও বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে।
  • দেশে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৯৩,৯২,৯১৯ জন। ১,৩১,৬৯৬ জনের প্রাণহানি হয়েছে। বর্তমানে সক্রিয় রোগী চার লক্ষ পঞ্চাশ হাজার।

 

বিবিধ

  • জাতীয় সড়কগুলিতে টোলপ্লাজায় দৈনিক আদায় ৬৮ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৭ কোটি টাকা। এই আদায় আরও বাড়াতে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে সব চার চাকার যানে ফ্যাস্ট্যাগ বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশের রুক্ষ মরুভূমি অঞ্চলে ১২ ফুট লম্বা চকচকে ধাতব স্তম্ভ নিয়ে কম হইচই হয়নি। এখন সেই `মনোলিথ’টি আচমকাই উধাও হয়ে গেছে বলে জনাল স্থানীয় প্রশাসন।

 

খেলা

  • সিডনিতে দ্বিতীয় আন্তর্জাতিক একদিনের ম্যাচে ভারতকে ৫১ রানে হারাল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও শতরান করে `ম্যান অব দ্য ম্যাচ’ হলেন স্টিভ স্মিথ। একই সঙ্গে ভারত সিরিজেও পরাজিত হল।
  • আইএসএলে জামশেদপুর এফসি-ওড়িশা এফসি ম্যাচ অমীমাংসিত থাকল (২-২)। কেরল এফসি এবং চেন্নাইয়ান এফসি–র ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে।
  • সেনেগাল দলের প্রাক্তন ফুটবলার পাপা বাউবা দিয়েপ (৪২) প্রয়াত হলেন। দেশের হয়ে ১২৯টি ম্যাচ খেলেছিলেন তিনি।
  • লা লিগায় বার্সেলোনা ৪-০ গোলে হারাল ওসাসুনকে। এই ম্যাচে একটি গোল করে দিয়েগো মারাদোনার পুরনো নিউওয়েলস ক্লাবের জার্সি পরে প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানালেন লিওনেল মেসি।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল